ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হন্ডুরাসে ৭.৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৪:২৪, ১২ জানুয়ারি ২০১৮

হন্ডুরাসে ৭.৬ মাত্রার  ভূমিকম্প

হন্ডুরাসে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। মধ্য আমেরিকার দেশটির উত্তরে ক্যারিবীয় সমুদ্র ও দক্ষিণে প্রশান্ত মহাসাগর। আলজাজিরা ও গার্ডিয়ান। হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় মঙ্গলবার রাতে ভয়াবহ ভূ-কম্পনে কোন হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার পর কতৃপক্ষ সুনামির বিষয়ে জনগণকে সতর্ক করলেও সে রকম কোন ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে দেশটিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউনাইটিড স্টেটস জিওলজিক্যাল সার্ভিস (ইউএসজিএস) সতর্ক করে দিয়ে বলেছে যে, ঘটনার পর এর মাত্রা ৬ মাইলের (১০ কিলোমিটার) নিচে নেমে এলেও ভূকম্পনের প্রভাব ফের দেখা দিতে পারে। এদিকে গণমাধ্যমের খবরে জানা গেছে, ভূমিকম্পে কোলনে কয়েকটি বাড়িঘর ভেঙ্গে গিয়েছে এবং আটলান্টিয়া প্রদেশের উত্তর উপকূলীয় এলাকায় ও ওলানকোর পূর্বাঞ্চলে সামান্য কিছু ক্ষয়ক্ষতি ছাড়া বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। হন্ডুরাস কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য আমেরিকার দেশটিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।
×