ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্মহত্যার ভিডিও আপলোড, ইউটিউব তারকার শাস্তি

প্রকাশিত: ০৪:২৩, ১২ জানুয়ারি ২০১৮

আত্মহত্যার ভিডিও আপলোড, ইউটিউব তারকার শাস্তি

ইউটিউবে জাপানের মাউন্ট ফুজির কাছের একটি বনে এক আত্মহত্যাকারীর একটি ভিডিও শেয়ার করার জন্য মার্কিন অভিনেতা লোগান পলকে শাস্তি প্রদান করেছে ইউটিউব। প্রতিষ্ঠানটি শাস্তি স্বরূপ লোগান পলের দুটি প্রকল্প বাতিল ও তার বিজ্ঞাপন প্রোফাইলের মান অবনমন করেছে। এএফপি এদিকে অভিনেতা ও ইউটিউব তারকা লোগান পল জাপানে আত্মহত্যাকারীর ভিডিওটি প্রচার করার জন্য প্রতিষ্ঠানটির নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। তবে ইউটিউব পলকে ক্ষমা করার পরিবর্তে তার সঙ্গে করা কিছু পরিকল্পনা বাতিল করে দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, ২২ বছর বয়সী আত্মহত্যাকারীর মৃতদেহ জাপানে ‘জাপানী সুইসাইড ফরেস্টে বা জাপানীদের আত্মহত্যার বন’ হিসেবে অধিক পরিচিত ঘন অরণ্যটিতে পড়ে রয়েছে। উন্নত দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে দেশটির আত্মহত্যার হার অন্য দেশগুলোর চেয়ে বেশি। জাপানের সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি গাছের সঙ্গে ফাঁস নিয়ে ঝুঁলে আছে।
×