ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্যাভ্যাস নিয়ে দুই মুখ্যমন্ত্রীর বাদানুবাদ অব্যাহত

কৃষকের আত্মহত্যার কথা মনে রাখুন, যোগীকে সিদ্ধারামাইয়া

প্রকাশিত: ০৪:২২, ১২ জানুয়ারি ২০১৮

কৃষকের আত্মহত্যার কথা মনে রাখুন, যোগীকে সিদ্ধারামাইয়া

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ ও কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার মধ্যে বাদানুবাদ শুরু হয়েছে মানুষের খাদ্যাভ্যাস নিয়ে। সোমবার সিদ্ধারামাইয়া মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে প্রশ্ন করেন। খবর এমনআই ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। টুইটারে সিদ্ধারামাইয়া লেখেন, আমি গরুর যতœ করি। আমি তাদের খাবার দেই ও গোবর পরিষ্কার করি। কোন্ অধিকারবলে যোগী অদিত্যনাথ আমার সমালোচনা করে তিনি বলেন, অদিত্যনাথের কোন অধিকার রয়েছে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের। সিদ্ধারামাইয়া আরও লেখেন, হিন্দুদের অনেকে গরুর মাংস খায়। আমি যদি চাই তবে গরুর মাংস খেতে পারি। তবে আমি যদিও গরুর মাংস খেতে পছন্দ করি না। যেজন্য আমি তা খাই না। তিনি কে এ ব্যাপারে প্রশ্ন করার? রবিবার তিনি যোগীকে তার রাজ্যের যেকোন ইন্দিরা ক্যান্টিন ও রেশন দোকান সফরের আমন্ত্রণ করেন। যাতে তিনি অনেক কিছু শিখতে পারবেন কিভাবে দুর্ভিক্ষ মোকাবেলা করা যায়। টুইটারে সিদ্ধারামাইয়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কর্ণাটক সফরের প্রাক্কালে তাকে আমন্ত্রণ জানিয়ে লেখেন, আমি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি আমার রাজ্য সফর করার জন্য। যাতে তিনি আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। যখন আপনি ইন্দিরা ক্যান্টিন এ্যান্ড রেশন শপ সফর করবেন তখন আপনি আপনার রাজ্যের দুর্ভিক্ষ মোকাবেলা করতে পারবেন। দুর্ভিক্ষে আপনার রাজ্যের মৃত্যুর কথা প্রায়ই ছাপা হয়। এরই প্রতিক্রিয়ায় যোগী অদিত্যনাথ রবিবার ব্যাঙ্গালুরুর গার্ডেন সিটিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) র‌্যালিতে দেয়া ভাষণে দাবি করেন, সিদ্ধারামাইয়ার সময়ে কর্ণাটকে কৃষক মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর পথ অনুসরণ করছেন। তিনি প্রশ্ন করেন, একজন হিন্দু হিসেবে সিদ্ধারামাইয়া কিভাবে গরুর মাংস খান? অদিত্যনাথ আরও বলেন, আমি বর্বর ও আইনহীন কাজে কোন সহায়তা দিই না। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। সিদ্ধারামাইয়া বলেন, তিনি একজন হিন্দু।
×