ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই চুক্তির দিকে ফিরে আসার সম্ভাবনা জিইয়ে রাখলেন ট্রাম্প

প্যারিস জলবায়ু চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে নরওয়ে

প্রকাশিত: ০৪:২১, ১২ জানুয়ারি ২০১৮

প্যারিস জলবায়ু চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে নরওয়ে

নরওয়ের প্রধানমন্ত্রী বুধবার ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার দেশ প্যারিস জলবায়ু চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এজন্য তারা সবুজ অর্থনীতির মাধ্যমে ব্যবসার পথ তৈরি করবেন। এদিকে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসতে পারে। তবে কিভাবে তারা ফিরবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। সিটিভি নিউজ ও এএফপি। নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা শোলজবার্গ বলেন, অনেক নরওয়ের নাগরিক যুক্তরাষ্ট্রের টেসলা কোম্পানির বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করেন। বিষয়টিকে তারা বিস্ময়কর অর্থনীতি ও ব্যবসায়িক সুযোগ হিসেবে দেখছেন। যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রবণতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে। শোলজবার্গ বলেন, নরওয়ে জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা প্যারিস জলবায়ু চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প বলেন, ‘নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার বিষয়টি প্রধান আলোচ্য বিষয় ছিল না। তার দাবি, ওবামা প্রশাসনের দ্বারা আলোচিত ও সারা বিশ্বের স্বাক্ষরিত জলবায়ু চুক্তিটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতি অবিচার করা হয়েছে। আমরা চুক্তিটিতে ফিরে যেতে পারি। প্যারিস চুক্তিটি সত্যিকারভাবে আমাদের প্রতিযোগিতা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। আমরা তা ঘটতে দিতে পারি না। আমি তা ঘটতে দিব না।’ এরই প্রেক্ষিতে শোলজবার্গ চুক্তিতে তার পূর্ণ সমর্থনের কথা জানান। তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাহায্য করবে। পাশাপাশি তিনি বলেন, এক-তৃতীয়াংশ সরকারী কর ক্রেডিটে গাড়ি চালাতে নরওয়ের নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। যাতে বৈদ্যুতিক গাড়ির কার্বন নির্গমন শূন্যতে নেমেছে। এর অনেক টেসলার তৈরি। শোলজবার্গ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পবিবেশ বান্ধব ব্যবসা তৈরি করা হবে। দু’নেতাই দুদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্কের ওপর জোর দেন। ট্রাম্প আগে জলবায়ু পরিবর্তনকে একটি ভাঁওতা বলে অভিহিত করেছিলেন। যেজন্য গত বছর যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমরা একটি ভাল চুক্তি পেতে পারি কিনা সে ব্যাপারে আলোচনা করা হবে।’ চলতি বছর প্রথম কোন বিদেশী নেতা হিসেবে শোলজবার্গ যুক্তরাষ্ট্র গেলেন, যার সঙ্গে ট্রাম্পের বৈঠক করেছেন।
×