ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ছোট গাড়ি

প্রকাশিত: ০৪:০৯, ১২ জানুয়ারি ২০১৮

সবচেয়ে ছোট গাড়ি

এই মুহূর্তে বিশ্বের সর্বপ্রথম ছোটগাড়ির নাম ‘পিল পি-৫০’। একদম ছোটখাটো দেখতে পুচকে মতন গাড়িটি দেখলে আপনি চমকে যাবেন। এটি প্রথম তৈরি হয়েছিল ১৯৬২ থেকে ১৯৬৫ সালের মধ্যে। ব্রিটেনের ‘পিল’ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটি তৈরি করেছিল। ২০১০ সালে গিনেস বুকের রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছিল ‘পিল’। -এনডিটিভি ফেসবুকে স্থানীয় সংবাদ নতুন ফিচারের মাধ্যমে স্থানীয় সংবাদ, ঘটনাবলি এবং ঘোষণা দেখানো হবে। আপাতত ফিচারটির পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ জায়ান্টটি। স্থানীয় সংবাদ দেখানোর জন্য ফেসবুকে আলাদা একটি বিভাগ রাখা হবে। নতুন এই বিভাগের নাম বলা হয়েছে ‘টুডে ইন’। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি শহরে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে। -টাইমস অব ইন্ডিয়া
×