ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পণ্য পরিবহনে শৃঙ্খলা আনতে ব্রোকারদের ডাটাবেজ হচ্ছে

প্রকাশিত: ০৪:০৯, ১২ জানুয়ারি ২০১৮

পণ্য পরিবহনে শৃঙ্খলা আনতে ব্রোকারদের ডাটাবেজ হচ্ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পণ্য পরিবহনের জন্য ট্রাক-কভার্ডভ্যান ভাড়ার ক্ষেত্রে বন্দোবস্ত প্রথায় শৃঙ্খলা আনয়ন এবং পথে পণ্য চুরি ও ডাকাতি রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। এ লক্ষ্যে ব্রোকার বা বন্দোবস্তকারীদের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। কাজটি সম্পন্ন হবার পর আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কভার্ডভ্যান মালিক সমিতির কাছ থেকে তালিকাভুক্ত ব্রোকাররা পাবে স্মার্টকার্ড। তালিকাভুক্ত নয় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্রোকার হতে পারবে না। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ কার্যক্রম। এ জন্য মালিক সমিতির কাছ থেকে ফর্ম নিয়ে তা পূরণ করে আগামী ২০ জানুয়ারির মধ্যে তা জমা দেয়া যাবে। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর কদমতলীতে আনুষ্ঠানিকভাবে ডাটাবেজ তৈরি কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন। উপস্থিত ছিলেন ট্রাক ও কভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) মোঃ কামরান হোসেন, সুলতান মোঃ আলী খান, সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার এবং আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ। বক্তব্যে তারা বলেন, যারা ব্রোকার এবং বন্দোবস্তকারী তাদেরও একটা তালিকা থাকা উচিত।
×