ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ওপর নৃশংসতায় বিশ্ববাসী শিউরে উঠেছে ॥ প্রণব মুখার্জী

প্রকাশিত: ০৪:০৮, ১২ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গাদের ওপর নৃশংসতায় বিশ্ববাসী শিউরে উঠেছে ॥ প্রণব মুখার্জী

‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতায় বিশ্ববাসী শিউরে উঠেছে’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাবেক সচিব এবং বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিব নগর অফিসার-কর্মচারী সমিতির মহাসচিব মুসা ও তাঁর সহধর্মিণী শেখ রেহেনার সঙ্গে ১০ নং রাজাজী মার্গ, নয়াদিল্লীতে তাঁর নতুন বাসায় সম্প্রতি সাক্ষাতকালে উপরোক্ত মন্তব্য করেন প্রণব মুখার্জী। ১৯৭১ সালে পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে অনুরূপ গণহত্যা ও নৃশংসতার সময় যেভাবে কোটি কোটি বাঙালী শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, সে কথা স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ আজ অনুরুপভাবে প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বাঙালী জাতি যে মহান জাতি, বিশ্ব মানবজাতির সামনে তার স্বাক্ষর রেখেছে।’ বাংলাদেশের জনগণ ও শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে প্রণব মুখার্জী বলেন, ‘ভারত ও বাংলাদেশ জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবেতর জনগোষ্ঠীর সেবায় নিবেদিত থাকবে এবং মানবতার মহান পতাকা চির উড্ডীন রাখবে।’ মুসা সাক্ষাতের শুরুতে রোহিঙ্গা সঙ্কট বিষয়ে প্রণব মুখার্জীকে ব্রিফ করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের পরিদর্শনে তাঁর আসন্ন বাংলাদেশ সফরের কর্মসূচীর জন্য বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে তাকে অনুরোধ করেন। -বিজ্ঞপ্তি
×