ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার আন্দোলনে নামছে সরকার সমর্থক শিক্ষক-কর্মচারী জোট

প্রকাশিত: ০৪:০৭, ১২ জানুয়ারি ২০১৮

এবার আন্দোলনে নামছে সরকার সমর্থক শিক্ষক-কর্মচারী জোট

স্টাফ রিপোর্টার ॥ নন-এমপিও শিক্ষক ও ইবতেদায়ি শিক্ষকদের দাবির পর এবার শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মাঠে নামছে সরকার সমর্থক শিক্ষক-কর্মচারীদের বৃহত্তর একটি জোট। সদ্য গঠিত স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আগামী ১৪ এপ্রিলের মধ্যে জাতীয়করণ, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে মাসব্যাপী কর্মসূচীও ঘোষণা করেছেন ফেডারেশেনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচী ঘোষণা করেন ফেডারেশনের প্রধান সমন্বয়কারী ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। আরও ছিলেন ফেডারেশনের কো-চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ, সমন্বয়কারী অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ মোকসেদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান নাঈম, মোঃ হারুনুর রশিদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, অধ্যক্ষ এশারত আলী, এস এম জয়নাল আবেদীন, কামরুল হাসান, জহির উদ্দিন হাওলাদার, মোঃ আশিকুর রহমান, মোঃ শাহজাহান খান, এম আরজু, রফিকুল ইসলাম মন্টু প্রমুখ। কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৩ মার্চ ঢাকায় জাতীয় প্রতিনিধি সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন বলে জানান শিক্ষক নেতারা। এর আগে ১৪ থেকে ১৮ জানুয়ারি দেশব্যাপী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ কর্মসূচী পালন করবেন তারা। ২১ জানুয়ারি সারাদেশে উপজেলা পর্যায়ে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, ২৫ জানুয়ারি প্রতি জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন শিক্ষকরা। ২৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক করবে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। শিক্ষক নেতারা জানান, আসন্ন এসএসসি/ভোকেশনাল/দাখিল পরীক্ষার কথা বিবেচনা করে ফেব্রুয়ারি মাসে কর্মসূচী দেয়া হয়নি। তবে এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য এবং লেখক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করা হবে। এদিকে জাতীয়করণের এক দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচীর দ্বিতীয় দিনে এক সমাবেশে শিক্ষক নেতারা এ ঘোষণা দেন। এক দফা দাবিতে বেসরকারী শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের উদ্যোগে অবস্থান কর্মসূচীর সমাবেশে শিক্ষকরা বলেন, একটি জাতির উন্নয়নের একমাত্র উপায় হলো শিক্ষা। শিক্ষা জাতির মেরুদ- আর শিক্ষকরা জাতি গড়ার কারিগর বলা হলেও আমাদের সমাজব্যবস্থায় শিক্ষকরা আজ অবহেলিত ও বঞ্চিত। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের আহ্বায়ক মোঃ আব্দুল খালেক, উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবুল বাসার হাওলাদার প্রমুখ। আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ইবতেদায়ি শিক্ষকরা ॥ সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আমরণ অনশন করেছেন শিক্ষকরা। কর্মসূচীর তিন দিনে ইবতেদায়ি মাদ্রাসার ৭৪ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেসুর রহমান জানান, শীতে টানা আট দিন অবস্থান ধর্মঘটের পর মঙ্গলবার বেলা ১১টা থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। এ অনশন কর্মসূচীতে এখন পর্যন্ত ৭৪ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ অনশন কর্মসূচী থেকে সরে আসবেন না বলে জানান তিনি। সমিতির সভাপতি আলহাজ কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, দীর্ঘদিন বিনা বেতনে চাকরি করতে করতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জাতীয়করণ ছাড়া আমাদের আর ভিন্ন কোন পথ খোলা নেই। সরকার প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছে। আমরাও তো প্রাথমিক শিক্ষার অন্যতম অংশ। তাহলে আমাদের কেন বাকি রাখা হবে? আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীকে বিষয়টি ঠিকমতো বোঝালে তিনি নিরাশ করবেন না। তাই আমরা তার দিকেই তাকিয়ে আছি। ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির দফতর সম্পাদক মোঃ ইনতাজ বিন হালিম জানান, শীতে খোলা আকাশের নিচে বসে থাকতে হচ্ছে। কিন্তু আমাদের এ দুঃখ-কষ্ট দেখার কেউ নেই। দ্রুত আমাদের দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।
×