ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫৯, ১২ জানুয়ারি ২০১৮

ইস্টার্ন ভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

অনেক চড়াই উতরাই পেরিয়ে আশুলিয়া মডেল টাউনে ইউনিভার্সিটি জোনে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে বিশ বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু“ হয়েছে গত বুধবার। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হাসান তার বক্তৃতায় ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্য শুরু হওয়ার জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান এবং সরকারের রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের উপযোগী করে তুলতে হবে যাতে তারা আগামীদিনে দেশকে সঠিক নেতৃত্ব প্রদান করতে পারে বলে গুরুত্ব আরোপ করেন।ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন-এ্যাডভাইজর, প্রোগ্রামের চেয়ারম্যান প্রমুখ। -বিজ্ঞপ্তি
×