ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড পাওয়ারের শেয়ার হস্তান্তর সম্পন্ন

প্রকাশিত: ০৩:৪০, ১২ জানুয়ারি ২০১৮

ইউনাইটেড পাওয়ারের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছে। কোম্পানিটি ৩২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৬৮৭টি শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি একই গ্রুপের ইউনাইটেড এন্টারপ্রাইজের নামে বিও হিসাবে যে পরিমাণ শেয়ার রয়েছে এবং এই প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার ও পরিচালকদের বিও হিসেবে যে পরিমাণ শেয়ার রয়েছে সবগুলোই একই মালিকাধীন ইউনাইটেড এনার্জি লিমিটেডের বিও হিসাবে স্থানান্তর করা হয়েছে। তবে এই স্থানান্তর স্টক এক্সচেঞ্জে লেনদেনের মাধ্যমে করা হয়নি। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২০তম সভায় এই শেয়ার স্থানান্তরের অনুমোদন দেয়া হয়। অর্থনৈতিক রিপোর্টার ইস্টার্ন কেবলের এজিএম স্থগিত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির এজিএম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজিএমের নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×