ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাখাইনে রোহিঙ্গা হত্যায় সেনাসদস্যদের জড়িত থাকার কথা স্বীকার

প্রকাশিত: ০৮:৩৫, ১১ জানুয়ারি ২০১৮

রাখাইনে রোহিঙ্গা হত্যায় সেনাসদস্যদের জড়িত থাকার কথা স্বীকার

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমার সেনাবাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে যে, রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতা চলাকালে তাদের সৈন্যরা রোহিঙ্গা মুসলমানদের হত্যায় জড়িত ছিল। মিয়ানমার সেনাবাহিনী জানায়, এক তদন্তে দেখা গেছে, নিরাপত্তা বাহিনীর চার সদস্য মংডুর কাছে ইনদিন গ্রামে ১০ ব্যক্তিকে হত্যায় জড়িত ছিল। ঐ প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর চার সদস্য ‘বাঙালী সন্ত্রাসীদের’ ওপর গ্রামবাসীদের প্রতিশোধমূলক হামলা চালাতে সহায়তা করে। খবর বিবিসির মিয়ানমার রাখাইন রাজ্যে জাতিগত নিধন চালিয়েছে বলে ব্যাপকভাবে অভিযোগ রয়েছে। গত আগস্ট থেকে সাড়ে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করেছে।
×