ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আর নয় ॥ পাক প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:২১, ১১ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আর নয় ॥ পাক প্রতিরক্ষামন্ত্রী

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দেয়া বন্ধের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররাম দস্তগির খান। যুক্তরাষ্ট্র কিছুদিন আগেই পাকিস্তানে সাহায্য দেয়া বন্ধ করেছে। এর জবাবে মঙ্গলবার খুররাম ওই ঘোষণা দেন বলে জানিয়েছে ‘দ্য ডন’ পত্রিকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১ জানুয়ারি টুইট করে পাকিস্তানকে ‘সন্ত্রাসীদের আশ্রয়দাতা’ অভিযোগ করে বলেন, ৩৩শ’ কোটির বেশি মার্কিন ডলার অনুদান নিয়েও ইসলামাবাদ জঙ্গী দমনে পদক্ষেপ নেয়নি। এ কারণে সামরিক এবং নিরাপত্তা খাতে পাকিস্তানকে যে অনুদান বহু বছর ধরে যুক্তরাষ্ট্র দিয়ে এসেছে তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। আর এর পরপরই ২শ’ কোটি ডলারের অনুদান আটকে দেয়া হয়। এরই পাল্টা পদক্ষেপে মঙ্গলবার ‘ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইন ইসলামাবাদ’-এ আয়োজিত এক আলোচনাসভার ভাষণে পাক প্রতিরক্ষামন্ত্রী খুররাম জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রকে এতদিন ধরে দিয়ে আসা সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করছে পাকিস্তান। যাবতীয় হিসাব-নিকাশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পষ্ট করে কথাবার্তা সেরে নেয়ার সময় হয়ে এসেছে বলে তিনি মন্তব্য করেন। জঙ্গী দমনে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে ট্রাম্পের অভিযোগেরও জবাব দিয়েছেন খুররাম। বলেছেন, গত ১৫ বছর ধরে লড়াই করেও আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র জিততে পারেনি। সেই ব্যর্থতার দায় যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওপর চাপাচ্ছে।
×