ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদাকে হয়রানি করতেই ১৪ মামলা স্থানান্তর ॥ রিজভী

প্রকাশিত: ০৮:০১, ১১ জানুয়ারি ২০১৮

খালেদাকে হয়রানি করতেই ১৪ মামলা স্থানান্তর ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়াকে হয়রানি করতেই বকশীবাজারে বিশেষ আদালতে ১৪ মামলা স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়াকে বেশি হয়রানি করতেই সরকারের এই নির্মম পদক্ষেপে বিশেষ আদালতে ১৪ মামলা স্থানান্তর করা হয়েছে বলে আমরা মনে করছি। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নিজেদের মামলাগুলো জাদুর কাঠির ইশারায় প্রত্যাহার হয়ে যায়। আর বিএনপি চেয়ারপার্সনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো চলে সুপারসনিক গতিতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আবারও একতরফা করতে যে যড়যন্ত্র ও অপচেষ্টা চলছে এটিও তার অংশ। রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার বর্তমান রাজনৈতিক সঙ্কট সমাধানের পথে না গিয়ে চক্রান্তের হদিস করে বেড়াচ্ছে। ক্ষমতার মোহে অন্ধের মতো হয়ে এখন তারা সুপথের সন্ধান পাচ্ছে না। তাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে চক্রান্তে মেতে উঠেছে। সরকারী দলের উদ্দেশে আমি সুস্পষ্টভাবে বলছি নিজেদের বোনা চক্রান্তজালে নিজেরাই আটকা পড়বেন। আর এ বিষয়ে দেশের জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সংবাদ সম্মেনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, তৈমুর আলম খন্দকার, দলের কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সপু, আব্দুল আউয়াল খান, আসাদুল করিম শাহীন, মুনির হোসেন প্রমুখ।
×