ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়ের নাম ভাঙ্গিয়ে খাস জমি বন্দোবস্ত নেয়ার চেষ্টা ॥ প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৮, ১১ জানুয়ারি ২০১৮

জয়ের নাম ভাঙ্গিয়ে খাস জমি বন্দোবস্ত নেয়ার চেষ্টা ॥ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গাড়িচালক পরিচয়ে এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের ভাই পরিচয়ে ভূমি উপ-সচিব, গাজীপুরের আরডিসি ও তহশিলদারের স্বাক্ষর জালসহ জাল কাগজপত্র তৈরি করে খাসজমি বন্দোবস্ত নিতে গিয়ে বুধবার বিকেলে এক প্রতারক ধরা পড়ে। প্রতারককে পুলিশে দিয়েছে জেলা প্রশাসন। গ্রেফতারকৃত প্রতারকের নাম আব্দুল আজিজ (৪২)। সে রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘী (পশ্চিম) এলাকার আফতাব উদ্দিনের ছেলে। বুধবার রাতে জয়দেবপুর থানায় তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল আজিজ ইতোপূর্বে গাজীপুর জেলা পুলিশ লাইনের সেলুনে নরসুন্দরের কাজ করতো। চুরির অপরাধে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়। তার বিরুদ্ধে রিক্সা চুরির মামলাও রয়েছে।
×