ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খোকন ভূঁইয়া

‘রৌদ্রছায়া’য় আইরিন

প্রকাশিত: ০৬:৪২, ১১ জানুয়ারি ২০১৮

‘রৌদ্রছায়া’য় আইরিন

আইরিন সুলতানা। হাস্যময়ী চেহারার অধিকারী এই চিত্রনায়িকা নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। এখন থেকে যে কোনো ছবিতে বুঝে-শুনে চুক্তিবদ্ধ হবেন বলেও জানিয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোতে ভিন্ন এক আইরিনকে দেখতে পাবেন দর্শক। সেই সঙ্গে ভবিষ্যতে সংখ্যায় নয় বরং কোয়ালিটির কিছু ছবিতে সামনে কাজ করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো নিরবের সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন ‘রৌদ্রছায়া’ নামের একটি সিনেমায়। সিলেটে ছবিটির শেষ লটের শূটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। শৈত্যপ্রবাহের মধ্যে তীব্র শীতেও কৃত্রিম বৃষ্টিতে ভিজে ছবির একটি গানের শূটিং করতে হয়েছে আইরিনের। গত বছরের এপ্রিলে ছবিটির শূটিং শুরু হয়। এ প্রসঙ্গে আইরিন আনন্দকণ্ঠকে বলেন, নতুন বছরে প্রথম শূটিং করছি। তীব্র শীতে কষ্ট করে কাজ করছি। বৃষ্টিতে ভেজার কারণে অনেক সমস্যা হয়েছে। শীতের রাতে বৃষ্টিতে ভেজা খুব কষ্টদায়ক। আমরা অসুস্থ হয়েও যেতে পারতাম। শীতের রাতে বৃষ্টিতে ভেজা এক মজার অভিজ্ঞতা হলো। সাধারণত আগে কখনও এমন ঘটেনি তবে এবার ঘটেছে। আমি অনেক লাকী এ রকম একটি অভিজ্ঞতা হয়েছে। তবুও চাইছি ছবিটি সঠিক সময়ে শেষ হোক। এখন ভাল লাগছে, আমরা ঠিক টাইমে শূটিং শেষ করতে পেরেছি। ছবির গল্পটি আমার অনেক পছন্দ। সিলেটে দারুণ সব লোকেশনে শূটিং হয়েছে। আমাকে মডার্ন একটি চরিত্রে দেখা যাবে। এই সমসাময়িক সময়েরই একটি মেয়ে। আশা করি ছবিটি সবার ভাল লাগবে।’মুক্তিযুদ্ধের সময়, পরবর্তী কয়েক বছর ও বর্তমান সময়কে নিয়ে ছবিটির গল্প আবর্তিত হয়েছে। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত কোন ছবিতে এখন পর্যন্ত আমার অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি। এটা অবশ্য সরাসরি যুদ্ধের গল্প না। তার পরও এমন একটি কাজের অংশ হতে পেরে খুবই ভাল লাগছে।’ কিছুদিন আগে আইরিন সুলতানা ‘বউ এনে দে’ শিরোনামের একটি গানের ভিডিওতে মডেল হয়ে বেশ প্রশংসিত হন। এদিকে তার অভিনীত দুটি ছবি এখন মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রয়েছে সাইফ চন্দনের ‘টার্গেট’, আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ এবং কাজ করেছেন অরণ্য পলাশের গন্তব্য ও শফিকুল ইসলামের ‘ভোলা’ ছবিতে। আইরিন সুলতানা আরও বলেন, প্রতিটি ছবিতে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। ‘পৌষ ফাগুনের পালা’ একটি ধারাবাহিক নাটকে দেখা গিয়েছিল ২০১০ সালে ফের কবে ছোট পর্দায় দেখা যাবে আপনাকে? আইরিন বলেন, দেখা যাবে কিনা এখন বলতে পারি না। তবে ভাল কোন গল্প চরিত্র পেলে কাজ করব। যে কোন সময় দর্শক দেখতে পারে। চলচ্চিত্রে নিজের কাজগুলো প্রসঙ্গে আইরিন আনন্দকণ্ঠকে বলেন, নিয়মিত কাজ করছি, এটিই সবচেয়ে বড় পাওয়া। চরিত্রের ভিন্নতা পাওয়ার প্রত্যাশা সবসময় থাকে। তেমনটা পাচ্ছি। চেষ্টা করি চরিত্রটা ভাল পাওয়ার। কারণ ২০ বছর পরও যেন আমার কাজটি কেউ দেখে প্রশংসা করেন। ছবি : আরিফ আহমেদ
×