ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: ০৬:৪১, ১১ জানুয়ারি ২০১৮

ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- সেøাগান সামনে রেখে আগামী ১২ থেকে ২০ জানুয়ারি ২০১৮ ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনে চলচ্চিত্রসমূহ প্রদর্শিত হবে। বাংলাদেশসহ প্রায় ৬০টি দেশের চলচ্চিত্র প্রদর্শনীতে দেশের সম্মানিত নাগরিকবৃন্দ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসসমূহের গণ্যমান্য কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎসবে অংশ নেবেন। এ ছাড়া আগামী ১৩-১৪ জানুয়ারি ২০১৮ উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় দেশী-বিদেশী নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতারা অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন বলে আশা করছি। এখানে নারী নির্মাতারা তাদের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণের উপায় নিয়ে বিশ্বের খ্যাতিমান নারী নির্মাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। মোট জনসংখ্যার অর্ধেক হওয়ায় বিশ্ব-উন্নয়নে নারীর ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হবে। বাংলাদেশের মতো দেশে এই ধরনের কনফারেন্স সময়ের দাবি, কেননা বিশ্ব পরিবর্তনে নারীর নেতিবাচক ও ইতিবাচক ভূমিকা সামনে আসা উচিত। ষষ্ঠদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণগুলোর একটি এই উইমেন্স কনফারেন্স। এ ছাড়া এবারের উৎসবের অংশ হিসেবে প্রথমবারের মতো আগামী ১৫-১৬ জানুয়ারি ২০১৮ ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ওঋঈঅই-এর আয়োজনে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনÑঋওচজঊঝঈও-এর সহযোগিতায় ‘প্রথম এশিয়ান ফিল্ম ক্রিটিকস এ্যাসেম্বিলি-অঋঈঅ’ অনুষ্ঠিত হবে। এশীয় অঞ্চলের প্রায় ২০টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র সমালোচকদের অংশগ্রহণে এই অঋঈঅ হোটেল লা ভিঞ্চির (কাওরান বাজার) কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। উৎসবের অংশ হিসেবে আগামী ০৫-২০ জানুয়ারি ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ওঋঈঅই এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ‘অষ্টম ঢাকা আন্তর্জাতিক সিনে ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্কশপে দেশী-বিদেশী ৩০ জন নবীন চলচ্চিত্র শিক্ষার্থী, সমালোচক ও সাংবাদিক অংশগ্রহণ করবেন। চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী দেশী-বিদেশী প্রখ্যাত চলচ্চিত্রকার, শিল্পী, কলাকুশলী এই ওয়ার্কশপে প্রশিক্ষণ দেবেন। উৎসব স্থান : চলচ্চিত্র প্রদর্শন এবং সেমিনারের ভেন্যু হিসেবে এবারের নির্বাচন করা হয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন। এ ছাড়াও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, রাশিয়ান কালচার সেন্টার ও স্টার সিনেপ্লেক্সে উৎসব চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে উৎসব চলাকালীন সময়ে নিয়মিত মিলনমেলার আয়োজন থাকবে। সেখানে চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাদের চলচ্চিত্র পরিচিতির জন্য সমবেত হবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এমন উৎসবে পরিচিতি একটি গরুত্বপূর্ণ অধ্যায় যেখানে দর্শক, পরিবেশক, পরিচালক, প্রযোজক ভাব বিনিময় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারণা ও তথ্য আদান প্রদান করার সুযোগ পেয়ে থাকে। চলচ্চিত্রের যাবতীয় তথ্যসমৃদ্ধ স্মরণিকা প্রকাশিত হওয়ার পাশাপাশি উৎসব চলাকালীন প্রতিদিনকার সংবাদসহ একটি বুলেটিন প্রকাশ করা হবে। এ ছাড়াও মিট দ্য প্রেস-এ চলচ্চিত্রকার, প্রযোজক, অভিনয় শিল্পীসহ দেশী-বিদেশী ডেলিগেট সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। বিগত তিন দশক ধরে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন নানামুখী অবক্ষয়ের শিকার। এর ফলে সিনেমা হলগুলো আজ দর্শকশূন্যতায় ভুগছে। কিন্তু পাশাপাশি এ কথাও সত্য যে, আমাদের সংখ্যাগরিষ্ঠ দর্শক প্রকৃত চলচ্চিত্র উপভোগে প্রচ- আগ্রহী। সবচেয়ে শক্তিশালী মাধ্যমটির বর্তমান অবস্থা অসহায় ও করুণ এবং এই শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো। চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে সুস্থ ধারার চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং এমন উৎসব যত বেশি হবে আমাদের দেশের চলচ্চিত্র শিল্পের দৈন্যদশা তত দ্রুত দূরীভূত হবে বলে রেইনবো চলচ্চিত্র সংসদ দৃঢ় বিশ্বাস করে।
×