ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

স্বপ্নজালে বিভোর পরী

প্রকাশিত: ০৬:৪১, ১১ জানুয়ারি ২০১৮

স্বপ্নজালে বিভোর পরী

‘স্বপ্নজাল’ ছবিটির ট্রেইলর ইউটিউবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেদিন থেকেই, সব মহলে শুরু হয় স্বপ্নজালের অন্তহীন আলোচনা। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বেঙ্গল ক্রিয়েশনসের ব্যবস্থাপনা পরিচালক লুভ নাহিদ চৌধুরী ও আতাউর রহমান এবং সিনেমার পরিচালক, নায়ক নবাগত ইয়াশ রোহান এবং নায়িকা পরীমনি উপস্থিত থেকে ট্রেইলর প্রকাশ করেণ। দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এই ট্রেইলর ইতোমধ্যে দর্শকদের বেশ চমৎকৃত করেছে কখনও ‘সোনাবন্ধু’ কখনও ‘অন্তরজ্বালা’র মতো আলোচিত সিনেমা নিয়ে গেল বছর জুড়ে যে ক’জন চিত্রনায়িকা পর্দায় এবং পর্দার বাইরে সমানে আলোচনায় ছিলেন তাদের মধ্যে পরীমনি অন্যতম। ঢাকাই সিনেমার অন্যমত ব্যস্ত নায়িকা। ২০১৭ সালে তার অভিনীত সিনেমার সংখ্যা পাঁচটি। ‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’ এবং বছরের একেবারেই শেষের দিকে ছিল ‘ইনোসেন্ট লাভ’। তার অভিনীত সিনেমাগুলো ব্যবসা সফল কিংবা দর্শক নন্দিত হয়েছে কী হয়নি, সে বিবেচনায় তার অভিনয় গুণকে বিচার করা যাবে না। কারণ, ২০১৭ সালের বেশিরভাগ সিনেমাই ছিল দর্শক পছন্দের বাইরে। যে কারণে আলোচিত ‘ডুব’, ‘বস২’, ‘রংবাজ’ এবং ‘প্রেমী ও প্রেমী’র মতো বড় বড় বাজেটের সিনেমা ছিল অসফল। মোটকথা দুই হাজার সতেরো সালে ‘ঢাকা এ্যাটাক’, ‘নবাব’ ছাড়া কোন সিনেমাই হলে দর্শক টানতে পারেনি। তাই বলে তো আমাদের চলচ্চিত্র স্থবির হতে পারে না! কয়েক দিন আগেই শুরু হয়েছে নতুন বছর। আমাদের সামনে এখন অপেক্ষা করছে পুরো বছর! এর মধ্যে আমরা জেনে ফেলেছি এ বছর কোন্ কোন্ সিনেমা দর্শকদের বিনোদিত করবে বা সিনেমা হলে আসতে দর্শকদের আকর্ষিত করবে; এ নিয়ে আমরা অপেক্ষা এবং আলোচনা দুটোই সমানে শুরু করেছি! অপেক্ষার তালিকার মধ্যে পরীমনি অভিনীত বেশ কয়েকটা সিনেমা রয়েছে। এর মধ্যে ‘স্বপ্নজাল’ আপাতত সর্বাধিক আলোচিত! এ ছাড়া ‘বাহাদুর’, ‘মন জ্বলে’, ‘নদীর বুকে চাঁদ’ এবং ‘আমার প্রেম আমার প্রিয়া’ মতো সিনেমাও মুক্তির রেসে থাকবে। তবে এই তালিকার মধ্যে পরীর স্বপ্নজাল নিয়ে সব মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ! অবশ্য, এর পেছনে বেশ কয়েকটা শক্ত কারণও রয়েছে। সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। যিনি, দর্শক নন্দিত সিনেমা ‘মনপুরা’ পরিচালনা করেছেন। তাঁর দ্বিতীয় সিনেমা স্বপ্নজাল। একটি মধ্যবিত্ত তরুণ-তরুণীর রুপালি প্রেমের আখ্যান এই সিনেমা। সিনেমার পরিচালক নিজেকে তাঁর প্রথম কাজেই প্রমাণ করেছে। আর সুন্দরী, সদা লাস্যময়ী এবং অসংখ্য দর্শকদের হার্টথ্রব হিসেবে পরী নিজেকে বেশ আগেই প্রতিষ্ঠিত করেছেন! সব মিলিয়ে যখন, গত ৩০ ডিসেম্বর ২০১৭ বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের শেষ দিনে বেঙ্গল ক্রিয়েশনসের স্টল থেকে ‘স্বপ্নজাল’ ছবিটির ট্রেইলর ইউটিউবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেদিন থেকেই, সব মহলে শুরু হয় স্বপ্নজালের অন্তহীন আলোচনা। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বেঙ্গল ক্রিয়েশনসের ব্যবস্থাপনা পরিচালক লুভ নাহিদ চৌধুরী ও আতাউর রহমান এবং সিনেমার পরিচালক, নায়ক নবাগত ইয়াশ রোহান এবং নায়িকা পরীমনি উপস্থিত থেকে ট্রেয়লর প্রকাশ করেন। দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এই ট্রেইলর ইতোমধ্যে দর্শকদের বেশ চমৎকৃত করেছে। ট্রেইলরের শুরুতেই দেখা যায়, শুভ্রা (পরীমনি) টেলিফোন করে অপু (রোহান)-কে চাইছে। পরের দৃশ্যে নৌকায় চরে শুভ্রা-অপু একে অন্যের সঙ্গে প্রেমালাপ করছে। এর পরের দৃশ্যে নদীর মধ্যে ট্রলার ডাকাতি। এরপর প্রভাবশালী দুই পক্ষের মধ্যে বাগ্বিত-া। ট্রেইলরের দেড় মিনিটের মাথায়, শুভ্রা ও তার পরিবার অনাকাক্সিক্ষত ঘটনার শিকার হয়ে স্টিমারে করে দেশ ছাড়ছে। কলকাতায় একটা টানা রিক্সায় করে, শুভ্রার পরিবার তাদের আত্মীয়ের বাসায় ওঠে। এদিকে অপু, শুভ্রার মোহনীয় প্রেমের বিচ্ছেদে নীল হয়ে জীবন ছাড়ার উপক্রম। ট্রেইলরের শেষ দৃশ্যে শুভ্রা বউ সেজে অন্যের সঙ্গে সাতপাঁকে ঘুরছে। অন্যদিকে নায়ক অপু মাঝ নদীতে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে, নিজের জীবন ও প্রেম দরিয়ায় বিসর্জন দিচ্ছে; ট্রেইলর শেষ। সিনেমার কালার, চমৎকার লোকেশন। আপাতত দর্শকদের মাত করেছে! সব ঠিক থাকলে আগামী ফ্রেরুয়ারিতে মুক্তি পাবে পরীমনির এই আলোচিত সিনেমা। অন্যদিকে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বছরের দ্বিতীয় মাসকেই লাকী মনে করছেন। কারণ তাঁর প্রথম সিনেমা ‘মনপুড়া’ মুক্তি পেয়েছিল বছরের দ্বিতীয় মাসে। এ ছাড়া বছরের অন্য সময়ে সাইমন সাদিকের সঙ্গে পরীর ‘বাহাদুর’, ‘নদীর বুকে চাঁদ’ ও মন জ্বলের মতে একাধিক রোমান্টিক এ্যাকশনধর্মী সিনেমায় দেখা যাবে। পরীমনি ঢাকাই সিনেমায় নাম লেখান ২০১৫ সালে। বহুল আলোচিত ‘রানা প্লাজা’ নামক সিনেমায় গার্মেন্ট’স কর্মীর চরিত্রে অভিনয়ের মধ্যমে। যদিও একাধিক কারণে ওই আলোচিত সিনেমা হলে মুক্তি পায়নি। তার পরও আলোচনায় থেকে যাই পরীর নাম। এরপর থেকে ঢাকাই সিনেমায় ধারাবাহিকভাবে ‘ভালোবাসা সীমাহীন’, ‘পাগল দিওয়ানা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘আমার মন জুড়ে তুই’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘পুড়ে যায় মন’সহ বেশকিছু সিনেমা। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও সাবলীল এবং প্রফেশনাল করেতে পরীমনিকে বেশ সচেষ্ট। যে কারণে তার সব বিষয় নিয়ে অনেকের আগ্রহ সীমাহীন। ব্যক্তিগত জীবনে প্রেমীকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এমন খবরও তার ভক্তদের ভীষণভাবে আগ্রহী করে। সব মিলিয়ে বিভিন্ন সময় আমাদের সিনেমা থেকেও বেশি আলোচিত পরীমনির নাম।
×