ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুক্তিতে আরও তিন বছর ॥ আরইবি চেয়ারম্যান থাকছেন জেনারেল মঈন

প্রকাশিত: ০৬:২৭, ১১ জানুয়ারি ২০১৮

চুক্তিতে আরও তিন বছর ॥ আরইবি চেয়ারম্যান থাকছেন জেনারেল মঈন

বিশেষ প্রতিনিধি ॥ চুক্তিতে আরও তিন বছর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান থাকছেন মেজর জেনারেল মঈন উদ্দিন। এই সেনা কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ১ জানুয়ারি থেকে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১১ সালের ২৪ অক্টোবর থেকে প্রেষণে আরইবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন মঈন উদ্দিন। অবসরে যাওয়ার পর গত বছরের ১ ফেব্রুয়ারি এক বছরের জন্য চুক্তি নিয়োগ পেয়েছিলেন তিনি। পাশাপাশি সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) গাজী মোহাম্মদ নূরুল কবিরকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা এ অতিরিক্ত সচিবের অভোগকৃত পিআরএল বাতিল করে দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
×