ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইফার স্টল ৪৯৪

দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু আজ

প্রকাশিত: ০৬:২২, ১১ জানুয়ারি ২০১৮

দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু আজ

প্রান্তিক পর্যায়ের জনগণের কাছে সরকারের উন্নয়ন তৎপরতা ও সাফল্য প্রচারের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উন্নয়ন মেলা। মেলায় সকল জেলা ও উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের মোট ৪৯৪টি স্টল অংশগ্রহণ করবে। ১১-১৩ জানুয়ারি তিন দিনব্যাপী এ মেলা ৬৪টি জেলা ও সকল উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ডিভিডি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের কার্যক্রম, ইফা সিটিজেন চার্টার, গণশিক্ষা প্রকল্পের শিক্ষা উপকরণ প্রদর্শন ও ইফার বিগত নয় বছরের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে প্রদর্শন করা হবে। এ ছাড়া ইফা প্রকাশিত কিছু বই নির্দিষ্ট কমিশনে এবং ইফার বিভিন্ন অনুষ্ঠানের ডিভিডি, ম্যাগাজিন, ডায়েরি, পত্রিকা বিক্রয় ও জেলা/উপজেলা পর্যায়ে নির্মিতব্য ৫৬০টি মডেল মসজিদের নকশা, বায়তুল মোকাররম মসজিদের ছবি প্রদর্শন করা হবে। অন্যদিকে ইসলামিক মিশনের মাধ্যমে ৬৪টি জেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এ ছাড়া, উন্নয়ন মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিশুদের অংশগ্রহণে র‌্যালি ও শিশু সমাবেশে অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টায় সকল উপজেলায় ইমাম প্রশিক্ষণ একাডেমি মতবিনিময় সভা ও শিক্ষকদের সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। দেশে ইসলামের নামে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী ইমাম, আলিয়া, কওমী, পীর-মাশায়েখ, তাবলীগ অনুসারী সকল নেছাব ও ওলামায়ে কেরামগণ উক্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। -বিজ্ঞপ্তি।
×