ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিও টাকা ব্যবহারের পর লভ্যাংশ কমেছে

প্রকাশিত: ০৬:০৬, ১১ জানুয়ারি ২০১৮

আইপিও টাকা ব্যবহারের পর লভ্যাংশ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) উত্তোলিত টাকা ব্যবহারের পরে নতুন কোম্পানিগুলোর লভ্যাংশ প্রদান কমেছে। অর্থাৎ এই অর্থ ব্যবহারের আগে যে পরিমাণ লভ্যাংশ দিয়েছে, পরবর্তীতে তার পরিমাণ আরও কমে গেছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে এ চিত্র দেখা গেছে। ওই বছরে ১৩টি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে আটটি কোম্পানির লভ্যাংশ আইপিও অর্থ ব্যবহারের পূর্বের চেয়ে কমে এসেছে। আর চারটি কোম্পানির লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে। বাকি একটি কোম্পানির লভ্যাংশের পরিমাণ বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ বলেন, কোম্পানিগুলো কৃত্রিম মুনাফা দেখিয়ে শেয়ারবাজারে আসে।
×