ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল

প্রকাশিত: ০৬:০২, ১১ জানুয়ারি ২০১৮

লভ্যাংশ পাঠিয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি বুধবার লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে সিভিও ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় আগের তুলনায় কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ৩১৭ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল দশমিক ২৮২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ৬৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×