ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গত মাসে ডিএসইতে ১৮ কোম্পানিকে নোটিস

প্রকাশিত: ০৬:০১, ১১ জানুয়ারি ২০১৮

গত মাসে ডিএসইতে ১৮ কোম্পানিকে নোটিস

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারের দর অস্বাভাবিক ভাবে বাড়ার কারণে ডিসেম্বর মাসে ১৮ কোম্পানিকে ১৯ বার নোটিস দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- ওয়াটা কেমিক্যাল, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি (বিএটিবিসি), ইমাম বাটন, ফার্মা এইড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস, লিগ্যাছি ফুটওয়্যার, আরামিট সিমেন্ট, সোনারগাঁও টেক্সটাইল, দুলামিয়া কটন, শ্যামপুর সুগার, জিল বাংলা সুগার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুড, দেশবন্ধু পলিমার, মেট্রো স্পিনিং, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল। জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে ডিএসইর নজরে আসে। এরপর ডিএসইর পক্ষ থেকে কোম্পানিগুলোকে আলাদাভাবে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। নোটিসের জবাবে সব কোম্পানি কর্তৃপক্ষ একই কথা বলেছে। অর্থাৎ কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে। কোম্পানিগুলোর মধ্যে ওয়াটা কেমিক্যাল, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি (বিএটিবিসি), ইমাম বাটন ও ফার্মা এইড ৬ ডিসেম্বর; স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও উসমানিয়া গ্লাস ৭ ডিসেম্বর; আরামিট সিমেন্ট ও সোনারগাঁও টেক্সটাইল ১০ ডিসেম্বর; ১১ ডিসেম্বর সোনারগাঁও টেক্সটাইল, দুলামিয়া কটন ও লিগ্যাছি ফুটওয়্যার; শ্যামপুর সুগার ও জিল বাংলা সুগার ১২ ডিসেম্বর; ১৩ ডিসেম্বর প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুড ও দেশবন্ধু পলিমার; ১৪ ডিসেম্বর মেট্রো স্পিনিং ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং এমারেল্ড অয়েল ২৪ ডিসেম্বর তাদের নোটিসের জবাবে এসব কথা জানিয়েছে।
×