ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উচ্চতা বাড়ে মহাকাশে!

প্রকাশিত: ০৬:০০, ১১ জানুয়ারি ২০১৮

উচ্চতা বাড়ে মহাকাশে!

জাপানের নভোচারী নরিশিগে কানাই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন সপ্তাহ থাকার পর তার উচ্চতা নয় সেন্টিমিটার (তিন দশমিক পাঁচ ইঞ্চি) বেড়ে গেছে। মহাকাশে যাওয়ার পর নভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত বাড়ে। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় মানুষের মেরুদ-ের হাড় প্রসারিত হয়ে এই উচ্চতা বাড়ে। তবে পৃথিবীতে ফেরার পর সেই বাড়তি উচ্চতা কমে নভোচারী স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। -বিবিসি বরফ পড়ছে সাহারায় ... গত ৪০ বছরের মধ্যে এই নিয়ে চতুর্থবারের মতো সাহারা মরুভূমিতে বরফ পড়ছে। ৪ সেন্টিমিটার পুরু এই বরফ আলজিরিয়ার এইন সাফরায় রবিবার সকাল থেকে পড়তে শুরু করে। ১৯৭৯ সালে সর্বপ্রথম এই বরফ পড়া শুরু হয়। গ্রীষ্মকালে এইন সাফরা শহরের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রীর ওপর থাকে। আর শীতকালে রেকর্ড তাপমাত্রা হলো হিমাঙ্কের নিচে (মাইনাস) দশ দশমিক দুই ডিগ্রী। -ইন্ডিপেন্ডেন্ট
×