ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিল্লীতে সোয়াইন ফ্লু সতর্কতা

প্রকাশিত: ০৬:০০, ১১ জানুয়ারি ২০১৮

দিল্লীতে সোয়াইন ফ্লু সতর্কতা

ভারতীয় রাজধানী দিল্লীতে স্থানীয় সরকার মৌসুমি ইনফ্লুয়েঞ্জা সোয়াইন ফ্লু প্রতিরোধ বিষয়ক একটি পরামর্শ প্রকাশ করেছে। কর্মকর্তারা বুধবার এ কথা বলেছেন। খবর সিনহুয়া অনলাইনের। সরকার পরামর্শে বলেছে, সোয়াইন ফ্লু এক ধরনের মৌসুমি ইনফ্লুয়েঞ্জাও এবং এটি একটি নিজস্ব সীমিত সংক্রমণ রোগ। রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত পরামর্শে বলা হয়, শরীর ব্যথা, মাথাব্যথা, ডায়রিয়া ও বমিÑ এ লক্ষণগুলো বা ব্যতীত যাদের গলায় ঘায়ের সঙ্গে অল্প জ্বর দেখা দেয় তাদের ওয়েলটাসিভির ওষুধ বা পরীক্ষার প্রয়োজন নেই। কিন্তু রোগীর প্রচ- জ্বর ও গলায় মারাত্মক ক্ষত দেখা দিলে এবং অন্য কোন মারাত্মক ঝুঁকিপূর্ণ লক্ষ্মণ দেখা দিলে তাকে ওয়েলটামবির ওষুধ দেয়া প্রয়োজন হবে। কিন্তু কোন ধরনের পরীক্ষার প্রয়োজন নেই। পরামর্শে বলা হয়েছে, যে সকল রোগীর শ্বাসকষ্ট, বুকে ব্যথা, তন্দ্রাচ্ছন্নতা, রক্তচাপ হ্রাস বা রক্তমিশ্রিত থুতু নির্গমনের লক্ষ্মণ থাকবে তাদের হাসপাতালে নিতে হবে।
×