ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

বাজফিডের বিরুদ্ধে মামলা ট্রাম্পের আইনজীবীর

প্রকাশিত: ০৫:৫৯, ১১ জানুয়ারি ২০১৮

বাজফিডের বিরুদ্ধে মামলা ট্রাম্পের আইনজীবীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দল ও ঘনিষ্ঠজন নির্বাচন সংক্রান্ত ষড়যন্ত্রে রাশিয়ার সঙ্গে যোগসাজশ করেছিলÑ এমন ধরনের অভিযোগ প্রকাশের একবছর পর সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খবরÑ গার্ডিয়ান। বাজফিড নামের এই ওয়েবসাইটে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পায়। ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দশ দিন আগে ৩৫ পৃষ্ঠার এই গোপন দলিল প্রকাশিত হয়। সে সময় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে দারুণ বিতর্ক হয়Ñ রিপাবলিকানদের অনেকে এটিকে ডেমোক্র্যাট বা হিলারি পন্থীদের বানোয়াট গল্প বা অপপ্রচার বলে অভিহিত করে। কেউ কেউ আবার এটিকে গণমাধ্যম নীতিমালা পরিপন্থী কাজ বলে নিন্দা জানান। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ও বাণিজ্য উপদেষ্টা মাইকেল কোহেনের বিরুদ্ধে ক্রিস্টোফার স্টিল নামের এক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা এই অভিযোগ করেন যে, প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচ মাস আগেই কোহেন চেকোশ্লাভাকিয়ার রাজধানী প্রাগে নিয়ে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে হ্যাকিং-এর জন্য অর্থ লেনদেনের বিষয় নিয়ে রুশ হ্যাকারদের সঙ্গে আলোচনা করেন। এই দলিলে ক্রিস্টোফার এমন সব তথ্যের অবতারণা করেছেন-তাতে পরিষ্কার বোঝা যায় যে, রাশিয়ার কেন্দ্রীয় প্রশাসন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের আগাগোড়া সক্রিয় ছিল। এ প্রসঙ্গে এ বি সি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে কোহেন বলেন, আমি একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে, আমি কখনও চেকোশ্লাভাকিয়া বা প্রাগে যাইনি- এবং রুশ ফেডারেশনের প্রতিনিধিত্ব করে এমন কেউ বা কোন হ্যাকারের সঙ্গে আমার কোন যোগাাযোগ হয়নি। প্রেসিডেন্ট নির্বাচনে কারও বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছড়িয়ে দেয়ার জন্য কোন সংস্থাকেও আমি নিয়োগ করিনি।
×