ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাইভ সম্প্রচারে বাগড়া

প্রকাশিত: ০৫:৩৫, ১১ জানুয়ারি ২০১৮

লাইভ সম্প্রচারে বাগড়া

অধ্যাপক বাবা নিজের কক্ষ থেকে স্কাইপের মাধ্যমে টেলিভিশনে লাইভ সাক্ষাতকার দিচ্ছেন। তখন তার পাঁচ বছরের শিশু সন্তান ঢুকে যায়। এরপর সে বাবাকে নিজের কথাগুলো বলতে চায়, বাবা তাকে তাড়িয়ে দিতে চেয়েও পারলেন না। এরমধ্যে অনুষ্ঠান শেষ হয়ে গেল। বাবা-ছেলের সব ঘটনা টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়ে গেল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট মেরি’স কলেজের অধ্যাপক ড্যানিয়াল স্মিথ রাওসির ছেলে এমন একটি কা- ঘটিয়ে তোলপাড় লাগিয়ে দিয়েছে। তিনি তখন গোল্ডেন গ্লোব নিয়ে আল-জাজিরা টেলিভিশনের সাংবাদিক সোহেল রহমানকে সাক্ষাতকার দিচ্ছিলেন। স্মিথ একজন চলচ্চিত্র ইতিহাস গবেষক। ড্যানিয়াল রাওসির পাঁচ বছর বয়সী ছেলে রেইনারকে আদর করে ডাকা হয় রেজর নামে। বার্কলেতে নিজের বাসায় বসে যখন তার বাবা টেলিভিশনে কথা বলছেন, তখন সেও তাতে এসে যোগ দিল। ড্যানিয়াল রাওসি বলেন, আমি তাকে ভেতরে আসতে দেখলাম এবং দরজা বন্ধ করে না দেয়ায় সে আমাকে তিরস্কার করেছে। -টুডে অনলাইন
×