ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্মার্টফোনই চালাবে ল্যাপটপ

প্রকাশিত: ০৫:৩৫, ১১ জানুয়ারি ২০১৮

স্মার্টফোনই চালাবে ল্যাপটপ

যতদিন যাচ্ছে ততই ক্ষমতাধর প্রসেসর ব্যবহার করা হচ্ছে মোবাইল ফোনে। আর এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া সিইএস ২০১৮-তে দেখানো হলো এমন ল্যাপটপ যা স্মার্টফোন দিয়েই চালানো যাবে। ভোক্তা ইলেক্ট্রনিক্স পণ্য প্রদর্শনী অনুষ্ঠান সিইএস-এ বরাবরই চমক দেখানো কোন ধারণা প্রদর্শন করে গেইমিং ও কম্পিউটার পণ্য নির্মাতা সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান রেজার। এবারের আসরে প্রতিষ্ঠানটির প্রদর্শন করা প্রকল্পের নাম ‘প্রজেক্ট লিন্ডা’। এই নামের বিশেষ অর্থ আছে বলে জানালেও, অর্থটা আসলে কী তা বলেনি প্রতিষ্ঠানটি। প্রজেক্ট লিন্ডা হচ্ছে একটি ১৩ ইঞ্চি ল্যাপটপ, এটি দেখতে রেজার ব্লেড স্টেলথ ল্যাপটপের মতোই। পার্থক্য হচ্ছে এটি প্রচলিত কোন প্রসেসরচালিত কম্পিউটার নয়, বরং এটি চলবে প্রতিষ্ঠানটির নিজস্ব রেজার স্মার্টফোন-এর সহায়তায়। এই এ্যান্ড্রয়েড ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ সিপিইউ। স্মার্টফোন আর ল্যাপটপকে একত্র করে দুটি নক্সার মধ্যে থাকা পার্থক্যকে সরিয়ে দেয়ার লক্ষ্য নেয়া হয়েছে এই প্রকল্প। ল্যাপটপের যেখানে টাচপ্যাড থাকে, এখানে সেই জায়গাটা খালি রাখা হয়েছে, জায়গাটা একটি রেজার ফোন রাখতে ঠিক যতটুকু জায়গা দরকার তার সমান। -সিনেট অনলাইন
×