ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএমএসের ব্যানারে তানজিব সারোয়ারের ‘দেউলিয়া’

প্রকাশিত: ০৫:২৭, ১১ জানুয়ারি ২০১৮

ডিএমএসের ব্যানারে তানজিব সারোয়ারের ‘দেউলিয়া’

স্টাফ রিপোর্টার ॥ ইতোমধ্যেই বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে বাংলা গানের শ্রোতা-দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছেন তানজিব সারোয়ার। জাদুকরী কণ্ঠের কারণে শ্রোতাদের কাছে এখন শ্রুতিমধুর গান মানেই তানজিব সারোয়ার। তার গানে আলাদা একটা দরদ অনুভব করেন বাংলা গানের শ্রোতারা। দীর্ঘদিন পর আবার শ্রোতা-দর্শকদের জন্য ‘দেউলিয়া’ শিরোনাম নতুন গান এবং ভিডিও নিয়ে হাজির হয়েছেন এই কণ্ঠশিল্পী। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। ‘এ মন দেউলিয়া পাগল পাড়া, মন হারা ছন্নছাড়া’ এমন কথার গানটি লিখেছেন এবং সুর করেছেন তানজিব নিজেই। আর মিউজিক করেছেন বিবেক। গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হিসেবেও অংশগ্রহণ করেছেন তানজিব সারোয়ার। তার সঙ্গে দেখা যাবে ‘ভিটতারকা’ লুৎফুন নাহার আশাকে। গানটির অডিও এবং ভিডিও প্রসঙ্গে তানজিব বলেন, শ্রোতারা যেহেতু আমার গান পছন্দ করেন তাই শ্রোতাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আর এ কারণেই শ্রোতাদের কথা চিন্তা করে অনেক যত্ন ও সময় নিয়ে এই গানটি করেছি। এক কথায়, গানটির ব্যাপারে আমি ভীষণ আশাবাদী। আর গানটির ভিডিওতে দর্শক-শ্রোতা আমাকে পাবে নতুনরূপে। গানটির সঙ্গে সামঞ্জস্য রেখেই দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি, ‘দেউলিয়া’ দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। সত্যিকার অর্থে দর্শক-শ্রোতাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট হলেই আমার এই প্রয়াস সার্থক হবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় তাদের ইউটিউব চ্যানেলে তানজিবের ‘দেউলিয়া’ প্রকাশ হবে। পাশাপাশি শুনতে পাওয়া যাবে, ডিএমএসের ওয়েব সাইট, জিপি মিউজিক, রবি ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
×