ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিউজিক ভিডিও ‘নাদান জিয়ারা’ প্রকাশিত

প্রকাশিত: ০৫:২৬, ১১ জানুয়ারি ২০১৮

মিউজিক ভিডিও ‘নাদান জিয়ারা’ প্রকাশিত

স্টাফ রিপোর্টার ॥ শাস্ত্রীয় সঙ্গীতের সংমিশ্রণে ব্যতিক্রমী মিউজিক ভিডিও প্রকাশ হলো গানের খেয়ার প্রযোজনায়। ‘নাদান জিয়ারা’ নামের এ মিউজিক ভিডিওটিতে ওয়েস্টার্ন ও ইস্টার্ন মিউজিক এক করে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এর মিউজিক কম্পোজিশন করেছেন তালহা-বিন-আলী এবং ভিডিও পরিচালনা করেছেন মারটিন হান্নান। মিউজিক ভিডিওটিতে তালহা-বিন-আলী ও তাছাউফ ইসলামের কণ্ঠ এবং জ্যোতি ব্যানার্জীর সেতার ও সুপান্থ মজুমদারের তবলা ভিন্ন এক আবহ সৃষ্টি করেছে। পাশাপাশি স্বপ্নীল তাজরিয়ান ইচ্ছার নৃত্যও এনে দিয়েছে ভিন্ন স্বাদ। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে রবিবার সন্ধ্যায় মনোমুগ্ধকর সঙ্গীত আসরের মধ্য দিয়ে মিউজিক ভিডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গানের খেয়া আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোমেল আলী। গান দিয়ে অনুষ্ঠানের শুরু হলেও প্রধান আকর্ষণ ছিল মিউজিক ভিডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন। মিউজিক কম্পোজার তালহা-বিন-আলী বলেন, এ সময়ে বাংলা ভাষাভাষীদের মধ্যে ক্লাসিক্যাল মিউজিকের ছোঁয়া পৌঁছে দেয়ার জন্য এবং এর শ্রুতি মধুরতা বোঝানোর জন্যই এই গানটা করা। ইউটিউবে গানটি দেখা যাবে। এটা আমার অনেক দিনের সাধনা ও ভাবনার ফসল। আশা করি সঙ্গীতপিপাসুদের গানটা খুব ভাল লাগবে। আমার ভাবনাটা বাস্তবে রূপ দিতে যারা আমার সঙ্গে কাজ করেছে তাদের ওপর আমি কৃতজ্ঞ। এরা বয়সে খুব ছোট হলেও অসাধারণ কাজ করেছে এবং এরা বাংলাদেশের সম্পদ।
×