ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে বিশেষ নাটক ‘বিপরীত তমসায়’

প্রকাশিত: ০৫:২৬, ১১ জানুয়ারি ২০১৮

 নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে  বিশেষ নাটক ‘বিপরীত তমসায়’

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নাটকের বরপুত্র নাট্যাচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবসের প্রাক্কালে তাঁকে স্মরণ করে আগামীকাল শুক্রবার রাত ৯টায় স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘বিপরীত তমসায়’। নাটকটি রচনা করেছেন নাট্যকার সেলিম আল দীন। চিত্রনাট্য করেছেন শুভাশিস সিনহা। পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকে নাদিরা চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু ও সীদি চরিত্রে ওমর আয়াজ অনি। আরও অভিনয় করেছেন আবুল বাসার মাসুম ও এটিএম রাসেল। প্রযোজনা প্রতিষ্ঠান অন ফোকাসের ব্যানারে নাটকটি সেলিম আল দীন পত্নী বেগমজাদী মেহেরুন্নেসা পারুলকে উৎসর্গ করা হয়েছে। নাটকের গল্পে দেখা যায় সংসারের নানা জটিলতার মধ্য দিয়ে কঠিন সময় পার করছে নাদিরা ও সীদি। প্রথম দেখায় সৌন্দর্যে অভিভূত হয়ে কলেজ জীবনেই প্রেম, তারপর বিয়ে করেন তারা। হঠাৎ করেই জ্বর থেকে মুখে অদ্ভুত কালো কালো দাগ হয় সীদির। সৌন্দর্যের এই অবক্ষয় মানসিকভাবে মেনে নিতে পারে না সে। এই রোগের ফলে সীদি অনেকটা ভেঙ্গে পড়ে। স্ত্রী নাদিরার নানা সময়ে পার্লারে সাজগোজ, শপিংয়ে যাওয়া দেখে ঈর্ষান্বিত হয় সীদি। শুরু হয় তাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব। ঈর্ষাও দিন দিন বাড়তে থাকে। ঈর্ষা থেকে ক্রোধ, তারপর শুরু হয় নানা জটিলতা। নানা রকম মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে ‘বিপরীত তমসায়’ নাটকের কাহিনী এগিয়ে যায়। নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন- সাহিত্যনির্ভর কাজ করতে আমার সব সময় ভাল লাগে বা আগ্রহও বেশি। স্যারের নাটক ‘চুমকি’ দিয়েই আমি প্রথম টেলিভিশনে নাটক নির্মাণ শুরু করি। যা এ বছরে পহেলা বৈশাখে বিশেষ নাটক হিসেবে এনটিভিতে প্রচার হয়েছে। ‘বিপরীত তমসায়’ নাটকে সেলিম স্যার আমাদের সাংসারিক জীবনের সঙ্গে সৌন্দর্যের যে মানসিক অবস্থান তা স্পষ্ট করে তুলে ধরেছেন। মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই এ নাটকের মূল উপজীব্য। আশা করি নাটকটি দর্শকদের ভাল লাগবে।
×