ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সাহিত্য আসর

প্রকাশিত: ০৫:২৪, ১১ জানুয়ারি ২০১৮

নেত্রকোনায় সাহিত্য আসর

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা সদর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা পাঠচক্রের উদ্যোগে দ্বিতীয় মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে বাউল সাধক দীন শরতের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। বিষয়ের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যক্ষ গোলাম মোস্তফা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গীতিকার ও লেখক নূরুল ইসলাম এবং কথা সাহিত্যিক অধ্যক্ষ আনোয়ার হাসান। সংস্কৃতিকর্মী অহিদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন কবি স্বপন কুমার পাল, মদন ভাবসংঘের সভাপতি আবদুল হান্নান, লেখক আবুল কাইয়ুম আহম্মদ, কবি সাজ্জাদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনা পাঠচক্রের সমন্বয়কারী আওলাদ হোসেন রনি। পরে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন কবি স্বপন কুমার পাল, আবুল কাইয়ুম আহম্মদ, সাজ্জাদ হোসেন, দেবব্রত দাস, মিঠুন শর্মা ও রফিকুল ইসলাম। এছাড়া বাউল কবি দীন শরৎ রচিত গান পরিবেশন করেন মোফাজ্জল হোসেন ও প্রিতুল। স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি কর্মীরা এ আসরে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার সঞ্জয় সরকার।
×