ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেখ মিলনের সুর সঙ্গীতে গাইলেন এফ এ সুমন

প্রকাশিত: ০৫:২১, ১১ জানুয়ারি ২০১৮

শেখ মিলনের সুর সঙ্গীতে গাইলেন এফ এ সুমন

স্টাফ রিপোর্টার ॥ তরুণ শিল্পী, সুরকার ও গীতিকবি শেখ মিলন। সম্প্রতি শেখ মিলনের কথা, সুর ও সঙ্গীতে ‘প্রিয়তমা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী এফ এ সুমন। রাজধানীর মৌচাকে শেখ মিলনের নিজস্ব স্টুডিও ‘গান পাগল’ এ ‘প্রিয়তমা’ শিরোনামে গানটির রেকর্ড হয়। শেখ মিলন জানান প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস তার এ নতুন গানটি প্রকাশ করবে। সঙ্গীতাঙ্গনের সুপরিচিত মুখ শেখ মিলন। নিজের চেষ্টা, একাগ্রতা ও যোগ্যতায় অর্জন করেছেন সঙ্গীত সংশ্লিষ্টদের ঈর্ষণীয় ভালবাসা। শেখ মিলন একাধারে একজন গীতিকার, সুরকার,সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পী, টিভি উপস্থাপক, কবি ও নাট্যকার। তার কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে রয়েছে শতাধিক গান। নিজের গাওয়া এ্যালবাম বেশ কয়েকটি। তিনটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। তার লেখা বেশ কয়েকটি খন্ডনাটক বিটিভিতে প্রচার হয়েছে। এছাড়া তিনি বিটিভির ‘কাটুক সময় গানে গানে’ শিরোনামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। শাস্ত্রীয় শিক্ষায় শিক্ষিত, সঙ্গীত অন্তপ্রাণ শেখ মিলন সম্প্রতি বি মিউজিক নামের একটি প্রতিষ্ঠানের প্রযোজনায় একশত গানের একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিভিন্ন গীতিকারের পাশাপাশি নিজের কথায় সুর ও সঙ্গীত পরিচালনা করছেন তিনি। গানগুলো কণ্ঠ দিচ্ছেন নবীন-প্রবীণ শিল্পীরা। ইতোমধ্যে যারা কণ্ঠ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ফাতেমা-তুজ-জোহরা, ইয়াসমীন মুশতারি, রফিকুল আলম, আবিদা সুলতানা, রোমানা ইসলাম, ন্যান্সি, কাজী শুভ, কণা, ঐশি, রাজীব, রাফাত, মুহিন, সাব্বির জামান, খালেদ মুন্না, লিজা, মোহনা নিশাদ প্রমুখ। শেখ মিলন বলেন, শত গানের প্রজেক্টে বাংলাদেশের মূলধারার প্রায় সব প্রমিনেন্ট সিঙ্গারই গান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি সে লক্ষ্যেই দিন-রাত আমার নিজস্ব স্টুডিও গান পাগলে সুর ও সঙ্গীতের কাজ করে যাচ্ছি।
×