ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতি গঠনে নৈতিক শিক্ষা জরুরী ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:১৮, ১১ জানুয়ারি ২০১৮

জাতি গঠনে নৈতিক শিক্ষা জরুরী ॥ শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ জানুয়ারি ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জাতি গঠনে নৈতিক শিক্ষা খুবই জরুরী। তাই, শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তনে বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা সরকারী বা বেসরকারী বিশ^বিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে কোন পার্থক্য করি না। শিক্ষার্থীদের জন্য আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই। কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। যে সকল বেসরকারী বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া আর কোন পথ খোলা নেই। তিনি সংশ্লিষ্ট সকলকে ব্যবসা মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে শিক্ষার জন্য অবদান রাখার আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রসংশনীয় ভূমিকা পালন করেছে। সমাবর্তনে ৩৪৯৮ জন নবীন গ্র্যাজুয়েটকে শিক্ষামন্ত্রী সনদ প্রদান করেন। এদের মধ্যে কৃতিত্ব অর্জনকারী ১৫ গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হয়। আর এদের মধ্যে ১৫০ জন বিদেশী শিক্ষার্থী ছিল। সমাবর্তনে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান প্রমুখ উপস্থিত ছিলেন।
×