ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এনজিওর অভ্যন্তরীণ দ্বন্দ্বে হামলা ॥ আহত পাঁচ

প্রকাশিত: ০৫:১৬, ১১ জানুয়ারি ২০১৮

এনজিওর অভ্যন্তরীণ  দ্বন্দ্বে হামলা ॥ আহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১০ জানুয়ারি ॥ মীরসরাই উপজেলা সদরস্থ ভার্ক নামক এনজিও সংস্থার অভ্যন্তরীণ আন্দোলনের জের ধরে হামলায় ৫ কর্মচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উক্ত হামলার ঘটনা ঘটে। বুধবার সকালে এই বিষয়ে মীরসরাই থানায় একটি আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক মুচলেকায় সুরাহা হয় বলে জানা যায়। ভার্ক এর মীরসরাই সদর শাখার ঋণ কার্যক্রমের ব্যবস্থাপক রাজিবুল ইসলামের স্ত্রী আফরোজা বানু জানান, বেশকিছু দিন ধরে বেতন ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে বিভিন্ন শাখার কিছু এনজিওকর্মী আন্দোলন করছিল। তার মধ্যে আমার স্বামীও ছিল। মঙ্গলবার তিনি স্বাভাবিক অফিশিয়াল কার্যক্রম সেরে অফিসের পাশ্ববর্তী ভাড়াবাসায় এসে অবস্থান করছিলেন। গভীর রাতে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একদল এসে আমার স্বামীকে বেদমভাবে মারতে মারতে তুলে নিয়ে যায়। এরপর থেকে আমার স্বামীকে আর পাওয়া যাচ্ছে না। ভার্ক এর হাসপাতাল শাখার ব্যবস্থাপক খালেদা আক্তার জানান, রাতে আমাদের সহ-পরিচালক খন্দকার হাসান আল বান্না, অর্থ উপপরিচালক মোস্তাফিজুর রহমানসহ কয়েক গাড়ি কর্মকর্তা কর্মচারী এসে পূর্বের ম্যানেজার রাজিব, হিসাবরক্ষক হারুন, সহকারী সাইফুলসহ অন্তত ৫ জনকে পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে অফিসে পরস্পর মারামারি পর্যায়ের ঘটনারও সৃষ্টি হয়। এই বিষয়ে সংস্থার পরিচালক এনামুল হক মিনা বলেন, আসলে হামলা নয় দুপক্ষের মধ্যে হাতাহাতি এক পক্ষ পালিয়ে যাবার চেষ্টাকালে আহত হবার ঘটনা ঘটেছে। তিনি বলেন, সংস্থার ৫ লক্ষাধিক পাওনা টাকার বিষয়ে আমরা মীরসরাই থানায় একটি লিখিত আবেদনের প্রেক্ষিতে মীরসরাই থানা পুলিশ রাজিবের স্ত্রী আফরোজা বানুকে ডেকে আনেন এবং স্বামীকে কর্তৃপক্ষের হস্তগত করার প্রতিশ্রুতি গ্রহণ করে। স্ত্রী আফরোজা পাওনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে জানান, তাঁর স্বামী গুরুতর আহত অবস্থায় প্রাণের ভয়ে কোথায় গেছেন তিনি জানেন না।
×