ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ রোধে কর্মশালা

প্রকাশিত: ০৫:১৫, ১১ জানুয়ারি ২০১৮

বাল্যবিবাহ রোধে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১০ জানুয়ারি ॥ ভোলায় বাল্য বিবাহ প্রতিরোধে কাজী, ইমাম, আনসার-ভিডিপিও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহায়তায় ও কোস্ট ট্রাস্টের সমন্বিত বাল্য বিবাহ প্রতিরোধ কর্মসূচী প্রকল্পের আয়োজনে বুধবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রজেক্ট সমন্বয়কারী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৃধা মুজাহিদুল ইসলাম। এডভোকেসি এ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ইউনিসেফেরের এডুকেশন অফিসার রুবাইয়া মনজুর, শিক্ষা অফিসার জিহাদ হাসান, দৈনিক আজকের ভোলা শওকাত হোসেন, পূর্ব ইলিশার চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া প্রমুখ।
×