ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পানি ব্যবস্থাপনা দলের নির্বাচনে হামলা ॥ আহত চার

প্রকাশিত: ০৫:১৪, ১১ জানুয়ারি ২০১৮

পানি ব্যবস্থাপনা দলের নির্বাচনে হামলা ॥ আহত চার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১০ জানুয়ারি ॥ আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ব্লুগোল্ড প্রকল্পের চাউলা পানি ব্যবস্থাপনা দলের সাধারণ নির্বাচনে সভাপতি প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও তার ভাড়াটে লোকজন দলীয় প্রভাব বিস্তার করে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানু মাদবরের চার সমর্থককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানু মাদবর বুধবার সকাল ১০টায় আমতলী রিপোর্টার্স ইউনিটিতে এসে নির্বাচন বর্জন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলার অভিযোগ করেছেন। আহতদের পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পানি উন্নয়ন বোর্ডের ব্লুগোল্ড প্রকল্পের চাউলা পানি ব্যবস্থাপনা দলের সাধারণ নির্বাচন বুধবার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। নির্বাচন শুরু হওয়ার পূর্বে সভাপতি প্রার্থী ও আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও তার ভাড়াটে লোকজন দলীয় প্রভাব বিস্তার করে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানু মাদবরের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ হামলায় সানু মাদবরের সমর্থক মোজাম্মেল, কবির, হিরন মোল্লা, মিজান আহত হয়।
×