ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপা এমপি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৪:৫৯, ১১ জানুয়ারি ২০১৮

জাপা এমপি ও তার স্বামীর বিরুদ্ধে  দুদকের মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বেসিক ব্যাংকের ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য মাহজাবিন মোরশেদ এবং তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নগরীর ডবলমুরিং থানায় বুধবার এই দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন দুদক সহকারী পরিচালক সিরাজুল ইসলাম। অভিযুক্ত দুজনের মধ্যে মাহজাবিন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং তার স্বামী মোরশেদ মুরাদ দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। তাদের সহযোগিতার অভিযোগে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা এবং ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালককেও আসামি করা হয়েছে।
×