ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মন্ত্রিসভা কমিটিতে ৮০২ কোটি টাকা ব্যয়ে সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন

রাজস্ব আদায়ের টার্গেট পূরণ হবে ॥ আশাবাদ অর্থমন্ত্রীর

প্রকাশিত: ০৪:৫৬, ১১ জানুয়ারি ২০১৮

রাজস্ব আদায়ের টার্গেট পূরণ হবে ॥  আশাবাদ অর্থমন্ত্রীর

অর্থনৈতিক রিপোর্টার ॥ লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায় আশানুরূপ হয়নি। তবে আগামী দিনগুলোতে এ অবস্থার পরিবর্তন হবে। এদিকে, কর্ণফুলী পানি বিদ্যুত কেন্দ্রের দুটি ইউনিট পুনর্বাসনসহ ৮০২ কোটি টাকা ব্যয়ে ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত পাঁচ মাস রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি তবে আশা করছি এ অবস্থার পরিবর্তন হবে। লক্ষ্যমাত্রা সংশোধন করার কোন পরিকল্পনা আছে কিনা-এ বিষয়ে তিনি বলেন নো। তবে রিভিশন যখন করব তখন দেখব, চিন্তা করব কী করা যায়। কিছু এ্যাডজাস্টমেন্ট হতে পারে। তিনি বলেন, মানুষ এখন স্বতস্ফূর্তভাবে কর দিচ্ছে, এ কারণে রাজস্ব আদায় নিয়ে তেমন কোন সঙ্কট তৈরি হবে না। প্রসঙ্গত, চলতি অর্থবছরে গত জুলাই থেকে নবেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে ৮ হাজার ৭৫৮ কোটি টাকা ঘাটতি হয়েছে। জুলাই থেকে নবেম্বর পর্যন্ত সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৬৬ কোটি টাকা। কিন্তু আয়কর, মূল্য সংযোজন কর এবং শুল্ক-এ তিন খাত মিলিয়ে ৭৫ হাজার ৩০৮ কোটি টাকা আদায় হয়েছে। চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি। ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন ॥ কর্ণফুলী পানি বিদ্যুত কেন্দ্রের দুটি ইউনিট পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রকল্পটিসহ ৮০২ কোটি টাকা ব্যয়ে ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো)-এর আওতায় কর্ণফুলী পানি বিদ্যুত কেন্দ্রের ইউনিট-১ ও ২ পুনর্বাসন কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৩৯৭ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন ১৩,৫০০টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহের জন্য কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানে ২০১৭-২০১৮ অর্থবছরে জিওবি (উন্নয়ন) খাতের আওতায় সরকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২৭ প্রকার ওষুধ ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য ব্যয় হবে ১১৯ কোটি ৯১ লাখ টাকা। অতিরিক্ত সচিব বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ‘বিদ্যুত ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ এর আওতায় রূপকল্প-৯ : ২ডি সাইসমিক প্রকল্পের আওতায় ২ডি সাইসমিক কার্যক্রম পরিচালনার জন্য উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে পজিশনিং /টপো সার্ভে ইক্যুইপমেন্ট, হার্ডওয়্যার, সফটওয়্যার এ্যান্ড এক্সেসরিজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য ব্যয় হবে দুই কোটি ৩৯ লাখ ৬৫ হাজার টাকা। একই বিভাগের ’বিদ্যুত ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ এর আওতায় রূপকল্প-৯ : ২ডি সাইসমিক প্রকল্পের আওতায় ২ডি সাইসমিক কার্যক্রম পরিচালনার জন্য উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে ২ ডি ফিল্ড প্ল্যানিং-ডিজাইনিং কোয়ালিটি কন্ট্রোল ইক্যুইপমেন্ট সফটওয়্যার এবং হার্ডওয়্যার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য ব্যয় হবে এক কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা। মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রকল্পের জন্য আনোয়ারাতে ইপিসি ভিত্তিক ক্ষমতাসম্পন্ন একটি কাস্টডি ট্রান্সফার মিটারিং স্টেশন স্থাপনের লক্ষ্যে কার্যক্রমের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৬১ কোটি ৩০ লাখ ৫৯ হাজার টাকা। মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রকল্পের আওতায় ৪২ ইঞ্চি ব্যাসের ৭৯ কিলোমিটার উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপলাইন নির্মাণের (সেকশন এ বি এবং সি) ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে বলে জানান অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। এতে ব্যয় হবে ১৪৮ কোটি ৫৮ হাজার টাকা। তিনটি লটে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
×