ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ৬

প্রকাশিত: ০৮:২৪, ১০ জানুয়ারি ২০১৮

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পুলিশের গাড়িতে চালানো অত্মঘাতী হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার পুলিশ ও দুই পথচারী রয়েছেন বলে জানায় পুলিশ। এছাড়াও এ হামলায় আরও ১৮ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। খবর এফপি ও ডনের। কোয়েটার জারগণ রোডে মঙ্গলবার পার্ক করা পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী হামলাটি চালানো হয়। হামলায় আরও সাত পুলিশ গুরুতর আহত হয়েছেন। আত্মঘাতী হামলাকারী একটি মোটরসাইকেলযোগে বাসটিকে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। বোমা নিষ্ক্রীয় দল জানিয়েছে, এই হামলায় ১০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কোয়েটা সিভিল হসপিটাল ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। যে এলাকায় এই হামলা হয় সেখানেই প্রাদেশিক সংসদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী কার্যালয়গুলো অবস্থিত। প্রাদেশিক মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরির পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এ হামলা চালানো হয়। হামলার সময় বিস্ফোরণস্থলের কাছেই প্রাদেশিক পরিষদের অধিবেশন উপলক্ষে নিরপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদ্যস্য উপস্থিত ছিল। এ সময় প্রাদেশিক পরিষদের অধিবেশন মাত্রই শেষ হয়।
×