ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরে ৬শ’ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি ॥ মেয়র আইভী

প্রকাশিত: ০৮:০৩, ১০ জানুয়ারি ২০১৮

পাঁচ বছরে ৬শ’ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি ॥ মেয়র আইভী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, গত ৫ বছরে প্রায় ৬শ’ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। গত এক বছরে প্রায় ৩শ’ কোটি টাকার কাজ করেছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথমে ১৮২ কোটি টাকার প্রথম একটি প্রজেক্ট পাস করিয়েছেন। কিছু আগেও ১৯১ কোটি টাকার আরেকটি প্রজেক্ট দিয়েছেন। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১৯০ কোটি টাকা দিয়েছেন জমি অধিগ্রহণের জন্য। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। মেয়র আইভী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়িত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য সহযোগিতা করে আসছেন, নারায়ণগঞ্জবাসীর স্বার্থে। ব্যক্তিগত আইভীকে নয়। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ও উৎসাহে নারায়ণগঞ্জবাসীর জন্য আমি কাজ করে যাচ্ছি। আইভী বলেন, নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আমি কঠিন সময় পার করেছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সাংস্কৃতিক জোট এই শহরের গণ্যমান্য লোকজন ঠেলাগাড়ি-রিক্সাচালক থেকে শুরু করে ছাত্রজনতা সকলেই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি দলমত নির্বিশেষে যেমন সকলের জন্য কাজ করেছি। ঠিক দলমত নির্বিশেষ সকলেই আমাকে অন্তত সিটি কর্পোরেশনের কাজে সহযোগিতা করেছেন। আমি দলীয় কোন পরিচয় নিয়ে বড়াই করিনি। আপনারাও আলী আহম্মদ চুনকার সন্তান হিসেবে আমাকে গ্রহণ করেছেন। আমিও আপনাদের সঙ্গে কাজ করেছি। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর জিমখানা উন্মুক্ত মঞ্চে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নগরবাসীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জনতার মুখোমুখি অনুষ্ঠানে মেয়র আইভী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী মহিলা দল জেলার আহ্বায়ক রাশিদা জামাল, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আসাদুজ্জামান, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর সভাপতি আহসানুল কবির, স্বেচ্ছাসেবক লীগ জেলা কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তিনি নগরবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
×