ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহিংসতা বন্ধে নারী নেতৃত্ব আরও বাড়াতে হবে ॥ চুমকি

প্রকাশিত: ০৮:০২, ১০ জানুয়ারি ২০১৮

সহিংসতা বন্ধে নারী নেতৃত্ব আরও বাড়াতে হবে ॥ চুমকি

স্টাফ রিপোর্টার ॥ নারীর প্রতি সহিংসতা বন্ধে সমাজের প্রতিটি কাজেই নারী নেতৃত্ব অধিক হারে বাড়ানোর আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। একই সঙ্গে সকল শ্রেণীর নারীর প্রতি সহিংসতা পুরোপুরি বন্ধ করতে এ কাজে অধিক মাত্রায় পুরুষদের সম্পৃক্ত করা উচিত বলেও মতামত দেন এবং নির্যাতিত নারীদের রক্ষায় নারীদের ক্রিমিনাল পুরুষদের কাছে সরকারের কঠোর আইন সম্পর্কে বেশি বেশি প্রচারের অনুরোধ জানান। মঙ্গলবার রাজধানীর নিউ বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন ও শ্রীলঙ্কা গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্টপ দ্য ভায়োলেন্স’- ন্যাশনাল ট্রেনিং অব ট্রেইনার্স অন দি ভয়েস এগেইন্সট ভায়োলেন্স নন ফরমাল এডুকেশনাল কারিকুলামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা কমাতে ওয়ার্ল্ড এ্যাসোসিয়েশন অব গার্ল গাইডস এ্যান্ড গার্ল স্কাউট ও ইউ এন উইমেন একত্রে কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ, শ্রীলঙ্কান গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের চামান্তা ফারনান্ডো ও তার দল, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, হলদেপাখি, গাইড, রেঞ্জার, গাইডার, ট্রেইনার ও ২৫০ জন গাইড সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ বলেন, সমাজের সবচেয়ে বেশি সহিংসতার শিকার হন অপেক্ষাকৃত দুর্বল ও অসহায় নারীরা। এসব নির্যাতিতদের সহায়তায় এগিয়ে আসতে হবে। এসডিজি অর্জনে আমাদের ভায়োলেন্স দূর করতে হবে। এসডিজির ৫ ও ১০ ধারা আমরা বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছি। তিনি নারীর নিরাপত্তায় সমাজের সকল স্তরের লোকদের এগিয়ে আসার আহ্বান জানান।
×