ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমাদের কারণেই বাংলাদেশ আলাদা হয়েছে ॥ নওয়াজ

প্রকাশিত: ০৭:৫৪, ১০ জানুয়ারি ২০১৮

আমাদের কারণেই বাংলাদেশ আলাদা হয়েছে ॥ নওয়াজ

কূটনৈতিক রিপোর্টার ॥ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ১৯৭১ সালে আমাদের কারণেই বাংলাদেশ আলাদা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদে পাঞ্জাব হাউসে একদল আইনজীবীর সমাবেশে তিনি এ কথা বলেন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয় পাওয়ার পরও তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা ছাড়েনি। উল্টো নানা টালবাহানার পর বাঙালীর ওপর চালায় নির্মম হত্যাযজ্ঞ, যার পরিণতিতে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই প্রসঙ্গ তুলে নওয়াজ বলেন, শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না। কিন্তু আমরা তাকে বিদ্রোহী বানিয়েছিলাম। তিনি বলেন, পাকিস্তান সৃষ্টিতে বাঙালীর কেন্দ্রীয় ভূমিকা ছিল। কিন্তু তাদের সঙ্গে আমরা ভাল আচরণ করিনি এবং আমাদের থেকে আলাদা করেছি। নওয়াজ বলেন, বিচারপতি হামদুর রেহমান কমিশন বাংলাদেশের সৃষ্টি নিয়ে বিস্তারিত বিশ্লেষণপূর্বক খুবই সত্য ও স্পষ্ট প্রতিবেদন প্রকাশ করেছিল। কিন্তু আমরা তা পড়েও দেখিনি। ওই প্রতিবেদনের ভিত্তিতে আমরা যদি পদক্ষেপ নিতাম তাহলে আজকের পাকিস্তান ভিন্ন হতো না এবং যে ধরনের খেলা হয়ে থাকে সেগুলো হতো না। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে পাকিস্তান সরকার গঠিত হামদুর রহমান কমিশনের প্রতিবেদনে একাত্তরে বাংলাদেশে গণহত্যার জন্য পাকিস্তানী সামরিক বাহিনীকে দায়ী করে তাদের বিচারের সুপারিশ করা হয়।
×