ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবার সেই বোকায় তেভেজ

প্রকাশিত: ০৬:০৯, ১০ জানুয়ারি ২০১৮

আবার সেই বোকায় তেভেজ

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ঘরে ফিরলেন কার্লোস তেভেজ। চাইনিজ ক্লাব সাংহাই শেনহুয়ার হয়ে এক বছর কাটানোর পর শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার। বোকা জুনিয়র্সের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৩৩ বছর বয়সী তেভেজের এই নিয়ে তৃতীয়বারের মতো বোকা জুনিয়র্সের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়লেন। যদিওবা চুক্তি ও অর্থের ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি ক্লাবটি। বোকা তাদের বিভিন্ন সামাজিক মাধ্যমে জিমে কাজ করা অবস্থায় তেভেজের একটি ছবি পোস্ট করেছে। যেখানে তারা লিখেছেন, ‘তেভেজ ঘরে ফিরে এসেছে। সে ক্লাবে যোগ দিয়ে ইতোমধ্যেই সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছে।’ সাপ্তাহিক ৭ লাখ ৩০ হাজার ইউরোতে গত বছরের জানুয়ারিতে শেনহুয়াতে যোগ দিয়েছিলেন তেভেজ। এই চুক্তি তাকে বিশ্বের অন্যতম দামী খেলোয়াড়ে পরিণত করেছিল। কিন্তু শুক্রবারই চাইনিজ সুপার লীগের ক্লাবটির পক্ষ থেকে তেভেজের সঙ্গে চুক্তির বিষয়টি বাতিল করার তথ্য নিশ্চিত করা হয়েছে। ইনজুরি আক্রান্ত পুরো মৌসুমে চাইনিজ চ্যাম্পিয়নশিপে তেভেজ মাত্র চারটি গোল করেছেন। এমনকি চাইনিজ কাপ ফাইনালেও তিনি খেলতে পারেননি। সাংহাই এসআইপিজি’র বিপক্ষে ফাইনালে দুই লেগের ম্যাচে কোনটিতেই তিনি দলে ছিলেন না। বেশ ঘটা করেই জানুয়ারিতে তেভেজকে নিজ ক্লাবে স্বাগত জানিয়েছিল সাংহাই। প্রথমদিকে কিছুদিন ভাল থাকলেও ধীরে ধীরে ফিটনেস ও প্রতিশ্রুতি প্রশ্নে তেভেজের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে শেনহুয়ার সমর্থকরা। সেপ্টেম্বরে ক্লাবে নতুন কোচ উ জিনগুই যোগ দেবার পরে তেভেজের ওজন নিয়ে অভিযোগ করা হয়। যদিও পরবর্তীতে উ স্বীকার করেছেন তেভেজ তার ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন।
×