ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লিটন আব্বাস

মেসি-সুয়ারেজের ‘৪০০’

প্রকাশিত: ০৬:০৯, ১০ জানুয়ারি ২০১৮

মেসি-সুয়ারেজের ‘৪০০’

আবারও স্বরূপে ফিরেছে বার্সিলোনা। এটি সম্ভব হচ্ছে দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ ফর্মে থাকায়। এ দুই সুপারস্টার ৭ জানুয়ারি অসাধারণ মাইলফলক স্পর্শ করেছেন। আর্জেন্টাইন অধিনায়ক মেসি বার্সিলোনার হয়ে লা লিগায় ৪০০ ম্যাচ খেলার গৌরবগাথা রচনা করেছেন। আর সুয়ারেজ একই দিন পেশাদার ক্যারিয়ারে ৪০০ গোল করার অসাধারণ কীর্তি গড়েছেন। দারুণ কীর্তির সময়েও মেসির বার্সা ছাড়ার গুঞ্জন থামছে না। অনেক নাটকীয়তার পর বার্সিলোনার মেসির চুক্তি নবায়ন হয়েছে। এরপরও তার ন্যুক্যাম্প ছাড়ার গুঞ্জন থামেনি। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যমে আবারও মেসি বার্সা ছাড়তে পারেন এমন খবর এসেছে। বর্তমানে মেসির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি বার্সিলোনার। তবে পরিস্থিতি তৈরি হলে তার আগেই ন্যুক্যাম্প ছাড়তে পারবেন আর্জেন্টাইন সুপারস্টার। নতুন চুক্তিনামায় নাকি এমন শর্তও উল্লেখ আছে। স্পেন থেকে স্বাধীন হওয়ার জন্য লড়ছে কাতালুনিয়া। স্বাধীনতা যদি কার্যকর হয় এবং কাতালুনিয়া স্পেন থেকে আলাদা হয়ে যায় তবে বার্সিলোনা ছাড়তে পারবেন মেসি। গত বছরের নবেম্বরে বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেন মেসি। নতুন চুক্তিতে মেসির বাইআউট ক্লজ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো। কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে আইনে সংশোধনী না আনলে স্পেনের শীর্ষ লীগে খেলার মর্যাদা হারাবে বার্সিলোনা। তবে এক্ষেত্রে কাতালান ক্লাবটি যদি ইংলিশ, জার্মান কিংবা ইতালিয়ান লীগে খেলার সুযোগ পায় তবে বার্সিলোনাতেই থাকবেন মেসি। তবে বার্সা যদি স্পেনের পাশাপাশি ইংল্যান্ড, জার্মানি কিংবা ইতালিতে খেলার সুযোগ না পায় তবে কোন বাধা ছাড়াই ন্যুক্যাম্প ছাড়তে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক। নতুন বছরেও স্প্যানিশ লা লিগায় ভাগ্য পরিবর্তন হয়নি চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ২০১৮ সালে লীগের প্রথম ম্যাচে কোন রকমে ড্র করেছে গ্যালাক্টিকোরা। এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল। রোনাল্ডো, বেলরা জিততে না পারলেও ঠিকই ছন্দে আছে বার্সিলোনা। কোপা ডেল রেতে হোঁচট খেলেও লীগে কক্ষপথেই আছে কাতালানরা। এবার ন্যুক্যাম্পে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সিলোনা। এর ফলে রিয়াল মাদ্রিদের থেকে ১৬ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে বার্সা। শীর্ষে থাকা কাতালানদের পয়েন্ট ১৮ ম্যাচে ৪৮। ৩২ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়ার থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে রিয়াল এখনও টেবিলের চতুর্থ স্থানেই আছে। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে এ্যাটলেটিকো মাদ্রিদ। এই খেলাটি ছিল লা লিগায় বার্সার হয়ে মেসির ৪০০তম ম্যাচ। মাইলফলক স্পর্শের ম্যাচে গোল করে স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। অর্থাৎ লা লিগায় এখন মেসির গোল ৩৬৫। এতে ইউরোপের বড় একটি ক্লাবে গোলের রেকর্ডে গার্ড মুলারকে ছুঁয়ে ফেলেছেন আর্জেন্টাইন খুদেরাজ। চলমান মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত আছে বার্সিলোনা। সদ্যই তারা ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল থেকে চুক্তি সম্পন্ন করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুটিনহোকে আনুষ্ঠানিকভাবে সকলের সামনে নিয়ে আসে। ম্যাচের শুরু থেকে অতিথি লেভান্তের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বার্সা। ১২ মিনিটে জর্ডি আলবার সহযোগিতায় মেসি প্রথম গোল করে বার্সাকে এগিয়ে দেন। বিরতির সাত মিনিট আগে সার্জি রবার্টোর দারুণ একটি নিয়ন্ত্রিত পাস থেকে ব্যবধন দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। বার্সার হয়ে উরুগুয়ের তারকার এটি ১৩১তম ও পেশাদার লীগে ৪০০তম গোল। সব ধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের তালিকায় বার্সিলোনার হয়ে সুয়ারেজ এখন সপ্তম স্থানে। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে মেসির ক্রস থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহা বার্সার হয়ে তৃতীয় গোল করেন। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে কথা বলেন নতুন তারকা কুটিনহোকে নিয়ে। ভালভার্ডে জানান, রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে গত ২৩ ডিসেম্বর সর্বশেষ লীগ ম্যাচে জয়ের পর তার দল আরেকটি জয়ের আশায় মুখিয়ে ছিল। সেটা হওয়ায় আমরা খুশি। আমাদের দলে আরও একজন ভালমানের খেলোয়াড় এসেছে। আশা করছি আমরা যেমনটি চাচ্ছি তেমনই হবে। এর আগে গ্রীষ্মকালীন দলবদলের সময় বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৫ মিলিয়ন ইউরোতে উসমান ডেম্বেলেকে বার্সিলোনা দলে ভেড়ায়। যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ট্রান্সফার মূল্য ছিল। চার মাস আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়া ডেম্বেলে এই প্রথমবারের মতো মূল একাদশে খেলেছেন। দু’বার তিনি গোলের সুযোগও পান। কিন্তু লেভান্তে গোলরক্ষক ওইয়ার ওলাজাবডালের কারণে সফল হতে পারেননি। এ প্রসঙ্গে বার্সা কোচ বলেন, আমি মনে করি তার কারণে দলের মধ্যে পরিবর্তন এসেছে। নিজেকে প্রমাণের জন্যও সে মুখিয়ে আছে। প্রতিপক্ষের কাছ থেকে সে যেভাবে বাধা পেয়েছে তাতে যেকোন খেলোয়াড়েরই স্বাভাবিক খেলা কঠিন। তারপরও এটাই ফুটবল, আশা করছি সব বাধাকে পিছনে ফেলে সে এগিযে যাবে। অন্যদিকে ইনজুরি আক্রান্ত অধিনায়ক সার্জিও রামোস ও নিষেধাজ্ঞায় থাকা ডানি কারভাজালকে ছাড়াই মাঠে নামে রিয়াল। আর রিয়ালের দুর্বল রক্ষণভাগের সুযোগে আগের ম্যাচে বার্সিলোনার সঙ্গে ড্র করা সেল্টা আরও একটি চমক উপহার দিয়েছে। দুর্ভাগ্য তাদের, পেনাল্টি মিস না হলে রিয়ালের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত তারা। ম্যাচের ৩৩ মিনিটে ড্যানিয়েল ওয়াসের গোলে এগিয়ে যায় সেল্টা। করিম বেনজেমার ইনজুরিতে সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একসঙ্গে মূল একাদশে খেলেন। ৩৬ মিনিট টনি ক্রুসের পাস থেকে গোল করে বেল সমতাও ফেরান। দুই মিনিট পর ইস্কোর পাস থেকে অফসাইড ট্র্যাপ ফাঁকি দিয়ে রিয়ালকে এগিয়ে দেন ওয়েলস তারকা। বিরতির পর ৭২ মিনিটে ইয়াগো আসপাসের পেনাল্টি রুখে দিয়ে রিয়ালকে রক্ষা করেন কেইলর নাভাস। কিন্তু ১০ মিনিট পর আর শেষ রক্ষা হয়নি। ওয়াসের ক্রস থেকে হেডের সাহায্যে সেল্টার পক্ষে সমতাসূচক গোল করেন ম্যাক্সি গোমেজ গঞ্জালেস।
×