ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ বছরই শেষ পিটারসেনের

প্রকাশিত: ০৬:০৯, ১০ জানুয়ারি ২০১৮

এ বছরই শেষ পিটারসেনের

স্পোর্টস রিপোর্টার ॥ বছর খানেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ক্রিকেটকে ছাড়তে পারছিলেন না। নিয়মিত খেলে যাচ্ছিলেন ঘরোয়া লীগগুলোতে। তবে কেভিন পিটারসেন এবার সব ধরনের ক্রিকেট থেকে আগাম অবসরের ঘোষণা দিলেন। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ তারকা জানিয়েছেন, ২০১৮ সালের শেষে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেবেন। ৩৭ বছর বয়সী পিটারসেন বলেন, ‘পরের মৌসুমে আমি খেলব না। সবাই জানে, কখন সময় শেষ হয়ে যায়। আমার মনে হয়, আমি সেই পর্যায়ে চলে এসেছি, যখন নিজেকেই জিজ্ঞাসা করতে হয়, ‘আদতেই আমি কি এটা করতে চাই আর?’ ইংল্যান্ডের হয়ে শেষ ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলা পিটারসেনের ১০৪ টেস্টে রান ৮১৮১। আছে ২৩টি সেঞ্চুরি। ইংল্যান্ডের অধিনায়কত্বও করেছিলেন তিনি। দলের মধ্যে ‘শৃঙ্খলা বিনষ্ট করার’ দায়ে বাদ পড়েন, আর ফিরতে পারেননি। আলোচিত ২০১৩-১৪ এ্যাশেজে বাদ পড়ার পর ২০১৬ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানান। ২০০৪ সালের ২৮ নবেম্বর জিম্বাবুইয়ের বিপক্ষে অভিষেক পিটারসেনের। ২০০৫ সালেই টি২০ এবং টেস্ট খেলায় নামেন তিনি। টেস্টে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রানের মালিক তিনি। ইংল্যান্ডের মধ্যেও শীর্ষ পাঁচ রান সংগ্রহকারীর মধ্যে তার গড় রানই সব থেকে বেশি। সর্বোপরি সব ধরনের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক তিনিই।
×