ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডোপ কলঙ্কে অস্থির ক্রীড়াঙ্গন

প্রকাশিত: ০৬:০৮, ১০ জানুয়ারি ২০১৮

ডোপ কলঙ্কে অস্থির ক্রীড়াঙ্গন

স্পোর্টস রিপোর্টার ॥ গত অলিম্পিকের আগেই বিতর্কটা ছড়িয়ে পড়েছিল। রাশিয়াকে গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল অনেকগুলো দেশ। কারণটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক হারে রাশিয়ান এ্যাথলেটদের ডোপ পাপে কলুষিত হওয়া। তবে শেষ পর্যন্ত শুধু ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের নিষিদ্ধ করে বাকিদের অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু এই পাপের গোড়াপত্তন ঘটেছিল রাশিয়ার সোচিতে ২০১৪ শীতকালীন অলিম্পিকে। সে কারণে এবার আসন্ন শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়াকে দেখা যাবে না। গত বছরের ন্যায় এবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় (ফিফা) লেগে ছিল নানাবিধ কলঙ্কের ছোপ। সবমিলিয়ে এ দুটি বিতর্কে বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি আলোচিত বছর গেছে এবার। ফুটবলের কর্তাব্যক্তিরা অসদুপায় অবলম্বন করেছেন। কিন্তু শুধু ফুটবল এবং ফিফার জন্য এ বছর বেশ ভালই ছিল। কিছু কর্মকর্তার জন্য কলঙ্কের ছোপ পড়েছে। গুয়াম ফুটবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড লাই গত এপ্রিলে ১ মিলিয়ন ডলার ঘুষ গ্রহণের দোষ স্বীকার করেন। এছাড়া কোস্টারিকার এডুয়ার্ডো লি, গুয়াতেমালার ব্রায়ান জিমেনেজ, ভেনিজুয়েলার রাফায়েল এসকুইভেল এবং নিকারাগুয়ার জুলিও রোচা ফুটবল থেকে আজীবন নিষেধাজ্ঞা পেয়েছেন দুর্নীতির জন্য। এছাড়া নাইজিরিয়ার আমোস আদামু দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ফুটবলের দুর্নীতির বিষয় আরও আছে। গুয়াতেমালা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বের প্রথম ফুটবল কর্মকর্তা হিসেবে কারাভোগ করছেন এখন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ফিফা দুর্নীতির অংশ হিসেবে যুক্ত থাকার কারণে তাকে ৮ মাসের কারাদ- দেয় নিউইয়র্কের আদালত। এছাড়া ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের হোসে মারিয়া মারিন, প্যারাগুয়ে ফুটবলের প্রধান জুয়ান এ্যাঞ্জেল নাপুত চলতি মাসের শুরুতে পরস্পরের মধ্যে ১৭ মিলিয়ন ডলারের ঘুষ আদান-প্রদানের জন্য শাস্তি পেয়েছেন। এছাড়া উয়েফার সাবেক প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি এবং ফিফার সাধারণ সম্পাদক জেরেমি ভ্যালকে দুইজনই তাদের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ কমাতে যে আবেদন করেছিলেন ক্রীড়া সালিশ নিষ্পত্তি আদালতে তাতে সফল হননি। আর এই মুহূর্তে সুইস আইনজীবীরা প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির বিরুদ্ধে ভ্যালকেকে ঘুষ দেয়ার অভিযোগে তদন্তের আওতায় আছেন। ফিফা এবার রাশিয়ার ভাইস প্রেসিডেন্ট ভিতালি মুটকোকে আগামী মার্চের কাউন্সিলে উপস্থিত হওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করেছে। কারণ রাশিয়ার এ্যাথলেটরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ে জড়িয়ে পড়েছিলেন সেটা প্রমাণিত। এ কারণেই মুটকোকে এমন বিধিনিষেধ দেয়া হয়েছে। গত জুনে কানাডিয়ান আইনজীবী রিচার্ড ম্যাকলারেন জার্মান এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে দাবি করেছেন রাশিয়ান ফুটবলারের ডোপিংটাকে সুকৌশলে মূত্রের নমুনা দেয়ার সময় লুকিয়ে ফেলা হয়। এসব বিতর্কেই মুটকোকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আজীবনের জন্য নিষিদ্ধ করেছে। এর পাশাপাশি আগামী বছর ফেব্রুয়ারিতে পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক থেকেও নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। অবশ্য নিরপেক্ষ এ্যাথলেট হিসেবে এ অলিম্পিকে রাশিয়ানরা অংশ নিতে পারবে। সবমিলিয়ে সোচি অলিম্পিকে অংশ নেয়াদের মধ্যে ৪৩ জনই নিষিদ্ধ হয়েছেন ডোপ পাপের কারণে। জিতে আসা ৩৩ পদকের মধ্যে ১৩টিই হারাতে হয়েছে সে কারণে। এতকিছুর জন্যই সর্বোচ্চ কর্তাব্যক্তি হিসেবে মুটকোর ওপর নিষেধাজ্ঞা। যদিও তিনি আগামী বছর ফুটবল বিশ্বকাপে আয়োজক কমিটির প্রধান হিসেবে আছেন। তিনি আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের খুবই ঘনিষ্ঠজন। কিন্তু ক্রীড়া ক্ষেত্রে এই কঠোরতার শাস্তিটা তাকে পেতেই হবে।
×