ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার বরপুত্র

প্রকাশিত: ০৬:০৭, ১০ জানুয়ারি ২০১৮

বার্সিলোনার বরপুত্র

অবশেষে স্বপ্ন পূরণ কুটিনহোর। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সিলোনায় যোগ দিলেন লিভারপুলের এই ব্রাজিলিয়ান তারকা। শনিবার নিজেদের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করে স্পেনের জায়ান্ট ক্লাবটি। আগামী সাড়ে পাঁচ বছরের জন্য স্প্যানিশ লা লীগায় নতুন করে ঠিকানা গড়েন তিনি। ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী ক্লাব লিভারপুল ছাড়েন বর্তমান বিশ্ব ফুটবলের এই প্রতিভাবান প্লে-মেকার। সোমবার হয়ে যায় তার আনুষ্ঠানিক চুক্তি-স্বাক্ষর পর্বটাও। এর ফলে বার্সিলোনার ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলারও এখন কুটিনহো। যার বাইআউট ক্লজ ৪০০ মিলিয়ন ইউরো। গত গ্রীষ্মকালীন দলবদল থেকেই কুটিনহোর ওপর নজর পড়ে বার্সিলোনার। নেইমারকে হারানোর পর থেকেই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠে কাতালান ক্লাবটি। কিন্তু তিন তিনবার বিড করেও ব্যর্থ হয় স্প্যানিশ জায়ান্টরা। তারপরও কখনই হাল ছাড়েনি লা লীগার জায়ান্ট ক্লাবটি। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর প্রথম সপ্তাহেই সফল হয় তারা। দলের মূল তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তা সকলেই ত্রিশের ঘরে পৌঁছে যাওয়ায় কুটিনহোর বয়সটাই কাতালান জায়ান্টদের বেশি আকৃষ্ট করেছে। গত বছর প্যারিস সেইন্ট-জার্মেই ২২২ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ন্যুক্যাম্প থেকে উড়িয়ে এনে বিশ্ব রেকর্ড গড়েছিল। এরপরপরই মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিলিয়ান এমবাপেকে দলে নিয়ে আরেকটি রেকর্ড গড়ে পিএসজি। তবে এমবাপের ধারের চুক্তির বিষয়টি সমাপ্ত হবার পরে জুনে আনুষ্ঠানিকভাবে তার সাথে চুক্তি কার্যকর হবে পিএসজির। অর্থের হিসেবে নেইমার-এমবাপের পরই তৃতীয় সর্বোচ্চ দামী ফুটবলার এখন কুটিনহো। গ্রীষ্মকালীন দলবদলের সময়ই বার্সিলোনা তাকে দলে নেবার চেষ্টা করেছিল। কিন্তু ইনজুরি কাটিয়ে লিভারপুলে ফেরা এই তারকা প্লেমেকারকে কোন মূল্যেই ছাড়তে রাজি হয়নি অলরেডরা। ২০১৭ সালে শেষ সাতটি ম্যাচে তিনি ৬ গোল করেছেন। চ্যাম্পিয়নস লীগে সরাসরি জায়গা করে নিতে লিভারপুল বেশ শক্ত অবস্থানেই আছে। অন্যদিকে নেইমারকে হারানোর পর কুটিনহোকে দলে নেয়াটা বার্সার সামনেও একটি চ্যালেঞ্জ ছিল। শেষ পর্যন্ত সফল হয়েছে বার্সিলোনাই। শনিবার লিভারপুলের সতীর্থরা যখন দুবাইয়ে গরমে অনুশীলনের জন্য রওয়ানা হয়েছেন তখন কুটিনহো ইংলিশ জায়ান্ট ক্লাবটিতেই ছিলেন। তখনই অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে প্রিমিয়ার লীগের ক্লাব ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছেন এই ব্রাজিলিয়ান। এরপরই স্ত্রী এইনেকে নিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায় লন্ডন ছেড়ে স্পেনের পথে পাড়ি দিচ্ছেন কুটিনহো। গুঞ্জন ছিল রবিবার ন্যুক্যাম্পে লেভান্তের বিপক্ষে ম্যাচেই কুটিনহোকে দর্শক হিসেবে স্ট্যান্ডে দেখা যেতে পারে। তবে ন্যুক্যাম্পে এসেছেন ঠিকই, লেভান্তের বিপক্ষে ম্যাচের শেষে। বার্সিলোনার সমর্থকদের সামনে হাজির হন ব্রাজিলিয়ান প্লে-মেকার। জানালেন তার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবতার মুখ দেখল। এখন অপেক্ষা স্বপ্নের ক্লাবের হয়ে মাঠে নামার। এ বিষয়ে কুটিনহো বলেন, ‘হ্যালো, বার্সা সমর্থকরা, আমি ইতোমধ্যেই এসে গেছি। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই।’ সেদিন বার্সা টিভিকে দেয়া এক সাক্ষাতকারে ২৩ বছরের প্রতিভাবান এই ফুটবলার বলেন, ‘জীবন্ত আইডলদের সঙ্গে খেলতে যাচ্ছি। এটা ভাবতেই অবিশ্বাস্য লাগছে। এই ক্লাবের খেলোয়াড়দের অনেক ইতিহাস রয়েছে। সেখানে রয়েছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে এবং বুসকুয়েটসের মতো ফুটবলার। তাদের সঙ্গে একসঙ্গে থাকব, খুব আনন্দ হচ্ছে। তাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবো।’ কুটিনহো আরও বলেন, ‘আমি খুব বেশি সুখী। সব সময়ই বলে এসেছি, এটা ছিল আমার লালন করা স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। এই ক্লাবের হয়ে খেলতে, অসংখ্য শিরোপা জিততে, সমর্থকদের খুশি করতে, সব সময়ই আনন্দ নিয়ে খেলতে। ভেবেই রোমাঞ্চ হচ্ছে, আমি এত এত আদর্শ খেলোয়াড়দের সঙ্গে খেলব।’ নতুন ক্লাবে এসে দলের সেরা তারকা লিওনেল মেসির প্রশংসা করতেও ভুল করেননি। ছাপ জানিয়ে দিয়েছেন, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়। দলের নবীন তারকাকে পেয়ে রোমাঞ্চিত বার্সিলোনার কোচ আর্নেস্তো ভালভার্দেও। জানালেন কুটিনহোর কাছে থেকেও সুবিধা আদায় করে নিতে পারবে তার দল। সেই সঙ্গে ব্রাজিলিয়ান তারকারও উন্নতির সুযোগ রয়েছে ন্যুক্যাম্পে। সোমবার বার্সার সঙ্গে অফিসিয়াল চুক্তি-পর্বটাও সেরে নেন তিনি। চুক্তিতে স্বাক্ষর করেছেন কুটিনহো ও বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্টোমেউ। তবে দারুণ এই খবরের মধ্যেও মন্দ খবর হচ্ছে, প্রিয় ক্লাবের হয়ে অভিষেকটা বিলম্বিত হচ্ছে। কেননা পুরনো থাই ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি সময়ের অন্যতম সেরা এই তারকা। যে কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আগামী ২৮ জানুয়ারি ন্যুক্যাম্পে লা লীগার ম্যাচে আলাভেসের বিরুদ্ধে বার্সার হয়ে অভিষেক হতে পারে কুটিনহোর। কুটিনহোকে বার্সিলোনায় নিয়ে আসার পেছনে বড় ভূমিকা বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডের। তিনি বলেন, কুটিনহো আমাদের দলে অনেক কিছু যোগ করবে। ও গোল করতে পারে, করাতে পারে। ভেতরের দিকে খেলতে পারে, বাইরেও খেলতে পারে। লিভারপুল আর ব্রাজিল জাতীয় দলে ওকে আমি অনেক জায়গায় খেলতে দেখেছি। অবশেষে ও আমাদের দলে। এটা আমাদের সাহায্য করবে বলে আশা করি। ওকে অনুশীলনে কমপক্ষে এক দিন দেখে আমরা বোঝার চেষ্টা করব ও কী অবস্থায় আছে। নতুন ক্লাবে সুয়ারেজের সাহায্যটাই আপাতত বেশি কাজে দেবে কুটিনহোর। কারণ সুয়ারেজও লিভারপুল থেকে ন্যুক্যাম্পে এসেছেন। লিভারপুলে দু’জনে একসঙ্গে দেড় বছর খেলেছেন। এ কারণে বার্সিলোনায় কুটিনহোর জন্য বাড়িও দেখে দিয়েছেন সুয়ারেজ। মেসি-সুয়ারেজের বাড়ির পাশেই বাড়ি নিয়েছেন। এবার মাঠের লড়াইয়েও জুটিবদ্ধ হওয়ার পালা। সুয়ারেজ বলেন, ক্লাব বদল সব সময়ই কঠিন। মানিয়ে নিতে হয়। আমাদের চেষ্টা করতে হবে ও যেন সবকিছুতে স্বস্তি বোধ করে। ও যেমন খেলোয়াড়, দ্রুতই মানিয়ে নেবে আশা করি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে কুটিনহোকে হারানোর প্রভাব লিভারপুল টের পাবে বলেই মনে করছেন বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কোচ এ্যান্তনিও কন্টে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লীগে কুটিনহোকে হারানোর প্রভাব নিশ্চিত টের পাবে লিভারপুল।’ লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। এই মুহূর্তে ২২ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে তারা। সমান সংখ্যক ম্যাচ খেলে দুই পয়েন্ট কম নিয়ে লিভারপুল আছে চারে। তবে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি এবার শিরোপা পুনরদ্ধারের পথে অনেকটাই এগিয়ে গেছে।
×