ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এ্যান্ডারসনকে হটিয়ে শীর্ষে রাবাদা

প্রকাশিত: ০৬:০৬, ১০ জানুয়ারি ২০১৮

এ্যান্ডারসনকে হটিয়ে শীর্ষে রাবাদা

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত মৌসুম পার করার পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন কাগিসো রাবাদা। ইংল্যান্ডের জেমস এ্যান্ডারসনকে টপকে এই কৃতিত্ব অর্জন করেছেন তরুণ দক্ষিণ আফ্রিকান পেসার। কেপটাউনে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্মেন্সের পর রাবাদা এখন ‘নাম্বার ওয়ান’। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলের বিপক্ষে প্রোটিয়াদের জয়ে বল হাতে দারুণ ভূমিকা রেখে সেরা অবস্থানে উঠে এসেছেন ২২ বছর বয়সী বাঁহাতি পেসার। রাবাদার সাফল্য দেখে টাইগার ক্রিকেটপ্রেমীদের কিছুটা আফসোস হতেই পারে। মুস্তাফিজুর রহমানের সঙ্গেই অনুর্ধ-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। আজ সে কোথায় আর রাবাদা কোথায়? প্রোটিয়া ম্যানেজমেন্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যতœ করলে ঠিকই সুফল মেলে। রাবাদা যে মুস্তাফিজের মতো আইপিএল-কাউন্টির তারকা হয়ে ওঠেননি। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৭২ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের সাফল্যে বড় ভূমিকা ছিল পেসারদের। প্রথম ইনিংসে ৩৪ রানে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪১ রানের খরচায় রাবাদা নিয়েছেন ২টি উইকেট। ম্যাচের পর রাবাদার নামের পাশে ৫ পয়েন্ট যোগ হয়েছে। ৮৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। আর ৮৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন এ্যান্ডারসন। সিডনিতে এ্যাশেজের শেষ টেস্টে ৫৬ রানে মাত্র ১টি উইকেট পেয়েছিলেন তিনি। ‘টেস্ট বোলিংয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারাটা বিশেষ কিছু। এটা অকল্পনীয় এক অনুভূতি। খেলা শুরু করার সময় এমন কিছু আপনার কল্পনায় থাকতে পারে। ক্রিকেট দলীয় খেলা। আমাকে সহযোগিতা করার জন্য সতীর্থদের ধন্যবাদ। আমার এবং দলের জন্য এভাবে বছরের শুরুটা হলো অসাধারণ। আশাকরি আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে পারব।’ টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন থেকে পাঁচ- অর্থাৎ পরের তিনটি স্থানে যথাক্রমে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও জস হ্যাজলউড।
×