ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবিতে শিক্ষক ক্রিকেট লীগ

প্রকাশিত: ০৬:০৫, ১০ জানুয়ারি ২০১৮

ঢাবিতে শিক্ষক ক্রিকেট লীগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পঞ্চমবারের মতো শিক্ষক ক্রিকেট লীগ শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান খেলার উদ্বোধন করেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটি’ এই লীগের আয়োজন করেছে। ক্রিকেট কমিটি জানিয়েছেন, প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২০ জানুয়ারি শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শিক্ষকদের জন্য পঞ্চমবারের মতো আয়োজিত এই খেলায় স্বোপার্জিত স্বাধীনতা, অপরাজেয় বাংলা, মহান একুশে, উত্তাল ঊনসত্তর এবং দুর্বার ৭১ নামে ৫টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় উত্তাল ঊনসত্তর দল মহান একুশে দলকে ৫ উইকেটে পরাজিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সুমন-রোকনের পর এবার মন্টি... স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং থাইল্যান্ড লন টেনিস এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ১৩-২৪ নবেম্বর ২০১৭ পর্যন্ত আইটিএফ লেভেল-২ কোচেস কোর্স অনুষ্ঠিত হয়। এই কোর্সে বাংলাদেশ টেনিস ফেডারেশনের চীফ কোচ মোজাহিদুল হক মন্টি অংশগ্রহণ করেন। মঙ্গলবার কোর্সের ফল প্রকাশিত হয় এবং এই কোর্সে তিনি সাফল্যের সঙ্গে কৃতকার্য হন। মোজাহিদুল হক ২০০৯ সালে আইটিএফ লেভেল-১ সার্টিফিকেট অর্জন করেছিলেন। উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশের দুজন টেনিস কোচ লেভেল-২ কোচেস সার্টিফিকেট অর্জন করেছিলেন। তারা হলেন- আলী আজহার খান সুমন ও রোকনউদ্দিন আহমেদ।
×