ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সতীর্থদের সাহস যোগাচ্ছেন রোনাল্ডো

কুটিনহোকে নেইমারের অভিনন্দন

প্রকাশিত: ০৬:০৫, ১০ জানুয়ারি ২০১৮

কুটিনহোকে নেইমারের অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের বছরে বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় ক্লাব বার্সিলোনায় এসেছেন ফিলিপ কুটিনহো। এটা কুটিনহোর নিজের ও ব্রাজিলের জন্য ভাল হবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। ন্যুক্যাম্পে আসার পর কুটিনহোকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে। গ্রেটরা সাহসও যোগাচ্ছেন। তবে এর মধ্যে নেইমারের অভিনন্দন বোধহয় সবচেয়ে বেশি উজ্জীবিত করবে ২৫ বছর বয়সী এ্যাটাকিং মিডফিল্ডারকে। চলতি মৌসুমেই নেইমার বার্সিলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন। তা নাহলে জাতীয় দলের মতো বার্সাতেও জুটিবদ্ধ হতে পারতেন নেইমার-কুটিনহো। এতে অনেকেই মনে করতে পারেন কুটিনহোর সিদ্ধান্তে হয়তো সন্তুষ্ট হতে পারেননি সেলেসাওদের বর্তমান সময়ের সেরা তারকা। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। বরং নেইমার খুশি হয়েছেন কুটিনহো বার্সায় যাওয়ায়। বিষয়টি জানিয়েছেন স্বয়ং কুটিনহোই। সোমবার আনুষ্ঠানিক চুক্তি হওয়ার পর সংবাদ সম্মেলনে কুটিনহো বলেন, জাতীয় দলে আমি নেইমারের সঙ্গে খেলি। ছোট বেলা থেকেই আমরা বন্ধু। সে আমাকে অভিনন্দন জানিয়েছে। শুধু তাই নয়, লুইস সুয়ারেজ ও পাউলিনহোও আমাকে বলেছে, এখানে আমি খুব ভাল একটি ভবিষ্যত পাব বলে প্রত্যাশা তাদের। সাবেক লিভারপুল সতীর্থ সুয়ারেজের সঙ্গে ফের খেলতে পারবেন এটা ভেবেও ভাল লাগছে কুটিনহোর। এ প্রসঙ্গে তিনি বলেন, সে আমার খুব ভাল একজন বন্ধু। তার সঙ্গে খেলতে পারাটা দারুণ সম্মানের। সে আমাকে বলেছিল, এই ক্লাব ও শহরটা কেমন। আর তাতে আমার এখানে আসার ইচ্ছা জাগে। আবারও তার সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। সে অসাধারণ একজন খেলোয়াড়। খুব ঘনিষ্ঠ এক বন্ধু। পরশু রাতে বার্সায় মেডিক্যাল পরীক্ষা করার পর সাড়ে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন কুটিনহো। আনুষ্ঠানিক চুক্তি শেষে কুটিনহো বলেন, আমি খুশি। এরই মধ্যে আমি বলেছি, এখানে আসাটা ছিল আমার স্বপ্ন। আশাকরি মাঠে আমি প্রত্যাশার প্রতিদান দিতে পারব। কুটিনহোকে দলে টানতে পেরে খুশি বার্সিলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউ। তিনি বলেন, কুটিনহোকে আমাদের সমর্থকদের সঙ্গে পরিচয় করাতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত। এই খেলোয়াড়কে আমরা গত গ্রীষ্ম থেকেই আনার চেষ্টা করেছি। সে ফুটবল বিশ্বের তারকাদের একজন। সে অনেক বছর এখানে থাকবে। তাকে পেতে আরও অনেক ক্লাব আগ্রহী ছিল। আমরা গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছি। ট্রান্সফার ফির হিসেবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় এখন কুটিনহো। গত আগস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সিলোনা থেকে পিএসজিতে গিয়ে সবচেয়ে দামি ফুটবলার বনে যান নেইমার। দ্বিতীয় স্থানে মোনাকো থেকে পিএসজিতে ধারে আসা ফরাসী ফরায়ার্ড কিলিয়ান এমবাপে। এদিকে স্প্যানিশ লা লিগায় সময়টা ভাল কাটছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নিজে গোল পাচ্ছেন না, দল রিয়াল মাদ্রিদও ধীরে ধীরে তলানির দিকে যাচ্ছে। তবে লা লিগার শিরোপা স্বপ্ন প্রায় শেষ হয়ে গেলেও সুসময়ের অপেক্ষায় আছেন সি আর সেভেন। সতীর্থ, সমর্থকদের সাহস জোগানোর কাজটাও করে যাচ্ছেন তিনি। সম্প্রতি জিম ওয়ার্কআউটের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন রোনাল্ডো। সেলফির ক্যাপশনে তিনি লিখেছেন, ঝড় যত বড়ই হোক না কেন, মেঘের ভেতর থেকে আবার সূর্য উঁকি দেবেই।
×